PF থেকে চেক লেনদেন, ১ সেপ্টেম্বর থেকে বদলাতে ৫টি নিয়ম

নিজস্ব প্রতিবেদন : আর্থিক লেনদেন থেকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিমাসেই একাধিক নিয়মের রদবদল হয়ে থাকে। সেই মোতাবেক আগামীকাল অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে এই একাধিক ক্ষেত্রের নিয়মে রদবদল হতে চলেছে। এই সকল নিয়মের মধ্যে যেমন রয়েছে গুরুত্বপূর্ণ পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড, ঠিক তেমনই রয়েছে চেক মারফত লেনদেন।

১) পিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে আগামী ১ সেপ্টেম্বর থেকে গুরুত্বপূর্ণ রদবদল ঘটতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী এই ক্ষেত্রে যারা তাদের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করাবেন না তারা টাকা তুলতে পারবেন না। শুধু টাকা তোলা নয়, পাশাপাশি আধার লিঙ্ক না থাকলে পিএফ অ্যাকাউন্টে কোনো টাকা জমা পড়বে না। এই সকল ঘটনা এড়াতে আজ অর্থাৎ ৩১ আগস্ট শেষ দিন পিএফ অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করার। করোনাকালে এর আগে কর্মীদের তিন মাসের বেসিক বেতন অথবা পিএফ অ্যাকাউন্টের ৭৫% পর্যন্ত টাকা তোলার অনুমোদন দেওয়া হয়েছিল।

২) ১ সেপ্টেম্বর থেকে একাধিক ব্যাঙ্ক চালু করতে চলেছে চেক লেনদেনের ক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম। ৫০ হাজার টাকার বেশি চেক লেনদেনের ক্ষেত্রে এই সিস্টেম চালু হতে চলেছে। অ্যাক্সিস, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক মহিন্দ্র ব্যাঙ্কের মত অধিকাংশ ব্যাঙ্কই পজিটিভ পে সিস্টেম লাগু করছে চেক মারফত আর্থিক লেনদেনের ক্ষেত্রে। এই সিস্টেম লাগু করা হলেও অ্যাক্সিস ব্যাঙ্ক তা লাগু করছে ৫ লক্ষ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে।

এই সিস্টেম চালু হয়ে যাওয়ার সাথে সাথে যখন গ্রাহকরা চেক মারফত লেনদেন করবেন তখন তাদের, তাদের ব্যাঙ্কের নির্ধারিত অংক অনুযায়ী পজিটিভ পে সিস্টেম অনুসারে চেক দেওয়ার সময় ব্যাঙ্ককে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। অন্যথায় সেই চেক মারফত টাকা লেনদেন হবে না।

৩) ১ সেপ্টেম্বর থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের সুদের হার কমাতে চলেছে। আগে যেখানে এই ব্যাঙ্কের গ্রাহকদের সুদের হার ছিল বার্ষিক ৩%, সেই জায়গায় এই সুদের হার কমিয়ে করা হচ্ছে ২.৯%। পুরাতন এবং নতুন সমস্ত গ্রাহকদের জন্য এই নতুন নিয়ম লাগু হতে চলেছে।

৪) গাড়ি বিক্রির ক্ষেত্রেও নতুন নিয়ম লাগু হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে। এই দিন থেকে নতুন গাড়ি বিক্রির ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে বাম্পার টু বাম্পার সাধারণ বিমা।

৫) প্রতি মাসের ১ তারিখ অথবা ১৫ তারিখ অথবা দুই সময়ই রান্নার গ্যাসের দাম নিয়ে পর্যালোচনা করা হয়। এই সময় রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি কমানো হয়ে থাকে অথবা বাড়ানো হয়ে থাকে। সেই মোতাবেক আগামীকাল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই দুই দিন ছাড়াও সাম্প্রতিককালে মাসের যেকোনো সময়ই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো বা কমানো পথে হাঁটছে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি।