Five countries in which Indian driving license is used: বহু ভারতীয় আছেন যারা বিদেশে ভ্রমণ করতে গিয়ে থাকেন বছরের বিভিন্ন সময়ে। আর বিদেশে ভ্রমনে গিয়ে অনেক সময়ে ইচ্ছে জাগে বিদেশের মাটিতে ড্রাইভিং করার। অথবা প্রয়োজনের ক্ষেত্রেও অনেক সময় ড্রাইভিং করতে হতে পারে। তাই জেনে রাখা ভালো যে, সেই ইচ্ছা পূরণ বা প্রয়োজন মেটানো কি আইনের মধ্যে থেকে আদতে সম্ভব? স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে বিদেশে গিয়ে কিভাবে এ দেশের ড্রাইভিং লাইসেন্স (Indian Driving License) কাজে লাগতে পারে? এর উত্তর লুকিয়ে আছে আজকের এই প্রতিবেদনটির মধ্যে। আপনারা অনেকেই হয়ত এই মজাদার বিষয়টি জানতেন না।
আপনি জানলে অবাক হবেন যে বিভিন্ন দেশে ভারতের ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য। আপনি ওই দেশগুলোতে ঘুরতে গেলে কিংবা থাকলে ভারতের ড্রাইভিং লাইসেন্স কাজে লাগাতে পারবেন। সেরকমই পাঁচটি দেশের কথা উল্লেখ করা হলো এই প্রতিবেদনটিতে। এই পাঁচটি দেশে গেলে আপনি নিশ্চিন্তে ভারতের ড্রাইভিং লাইসেন্স (Indian Driving License) দিয়ে গাড়ি চালাতে পারবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আপনি নিশ্চিন্তে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স (Indian Driving License) এ গাড়ি চালাতে পারবেন। কিন্তু তার পেছনেও কিছু শর্ত থাকে। যেমন ভারতীয় ড্রাইভিং লাইসেন্সটি অবশ্যই ইংরেজিতে লেখা থাকতে হবে এবং তা যেন বৈধ হয়। ব্যাপারটি শুনতে অদ্ভুত হলেও একেবারে সত্যি। তবে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে অবশ্যই একটি I-94 ফর্ম বহন করতে হবে।
এই ফর্মটির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশের তারিখ সম্পর্কে বিশদ বিবরণ থাকবে। ভারতীয় ড্রাইভিং লাইসেন্স মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র এক বছরের জন্য বৈধ থাকবে। জার্মানিতে গেলে অবশ্যই ভারতের ড্রাইভিং লাইসেন্স ছয় মাসের জন্য বৈধ থাকবে এবং কিন্তু জার্মানি ভাষায় লেখা বাধ্যতামূলক নয়। ব্রিটেনে কিন্তু ভারতীয় ড্রাইভিং লাইসেন্স এক বছরের জন্য বৈধ। তবে আপনি বিশেষ এক ধরনের বাহন চালাতে পারবেন।
এছাড়াও অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, ক্যাপিটাল রিজন এবং নর্দান রিজন এর বিভিন্ন জায়গায় ভারতের ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য বৈধ। কিন্তু সেই ড্রাইভিং লাইসেন্স অবশ্যই ইংরেজিতে লেখা থাকতে হবে। আবার কানাডায় ভারতীয় ড্রাইভিং লাইসেন্স ৬০ দিন পর্যন্ত বৈধ থাকবে। তবে লাইসেন্সধারীকে অবশ্যই কানাডায় প্রবেশের নথিপত্র এবং অন্যান্য যাবতীয় নথি বহন করতে হবে।