Job in Tata Group: টাটার ভরসায় পাঁচ বছরেই মিলবে পাঁচ লক্ষ চাকরি, দেখে দিন একনজরে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Job in Tata Group: সম্প্রতি টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার মৃত্যু হয়েছে। দেশের শিল্প জগতে এত বড় নক্ষত্রপতন সত্যি ভাবা যায় না। তিনি জীবনে কাজকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাকে শুধুমাত্র একজন শিল্পপতি বললে ভুল বলা হবে, আসলে তিনি একজন উদ্যোগপতি। মানবকল্যাণে তার অবদান ভোলার মত নয়। টাটা গোষ্ঠীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে পাঁচ বছরের মধ্যে দেওয়া হবে ৫ লক্ষ কর্মসংস্থান, আসুন জেনে নিই বিস্তারিত খবর।

Advertisements

টাটা গোষ্ঠীর বর্তমান চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই একাধিক কর্মসংস্থানের (Job in Tata Group) সুযোগ করে দেবে টাটা গোষ্ঠী। মঙ্গলবার এন চন্দ্রশেখরণ জানান, আগামী ৫ বছরে অন্তত ৫ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করবে টাটা গোষ্ঠী। এই কর্মসংস্থান হবে মূলত সেমিকন্ডাকটর, বৈদ্যুতিন গাড়ি, ব্যাটারি এবং সম্পর্কিত ব্যবসার ক্ষেত্রে। কোথায় কোথায় হবে এই কর্মসংস্থান?

Advertisements

সূত্র মারফত জানা গেছে যে, মঙ্গলবার ইন্ডিয়ান ফাউন্ডেশন ফর কোয়ালিটি ম্যানেজমেন্ট-এর একটি অনুষ্ঠানে টাটা সন্সের চেয়ারম্যান জানান, যদি আগামী বছরের মধ্যে উৎপাদন ক্ষেত্রে (ম্যানুফ্যাকচারিং সেক্টর) কর্মসংস্থান তৈরি করা না যায় তাহলে কখনোই ভারত উন্নয়নশীল দেশের তালিকায় আসতে পারবে না। তিনি আরো ঘোষণা করেন যে, সেমিকন্ডাক্টরে বিনিয়োগ, উৎপাদন ক্ষেত্র, বৈদ্যুতিন গাড়ি, ব্যাটারি এবং সম্পর্কিত ব্যবসার ক্ষেত্রে যে বিনিয়োগ টাটা গোষ্ঠী করেছে তাতে আশা করছি আগামী ৫ বছরে ৫ লক্ষ কর্মসংস্থান (Job in Tata Group) তৈরি করা অসম্ভব হবে না।

Advertisements

আরো পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কর্মী নিয়োগ করতে চলেছে শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর

সম্প্রতি টাটা গোষ্ঠীর অসমে চালু হতে চলেছে একটি সেমিকন্ডাক্টর কারখানা এবং নতুন বৈদ্যুতিন গাড়ি কারখানা । এর ফলে বিপুল পরিমাণ কর্মসংস্থান বৃদ্ধি ঘটবে (Job in Tata Group) এমনটাই আশা করছে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান। যখনই কোন বড় সংস্থা কোন কারখানা তৈরি করবে তাতে যেমন সরাসরি কর্মসংস্থান হবে, তেমনই বহু অনুসারী শিল্পের হাত ধরে কর্মসংস্থানের সংখ্যা আরও বেড়ে যায়। টাটা গোষ্ঠী আশাবাদী তারা ৫ লক্ষ কর্মসংস্থান করতে পারে এবং অনুসারী শিল্প মিলিয়ে কর্মসংস্থানের সংখ্যা বাড়বে এমনটাই আশা করা যাচ্ছে।

ভারতে যতগুলি বেসরকারি সংস্থা আছে তার মধ্যে কর্মসংস্থানের দিক থেকে অন্যতম বড় টাটা গোষ্ঠী। টাটা নমক থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি পরিষেবা কিংবা গাড়ি থেকে লোহার রড, টাটার নানা ব্যবসায়ে বহু কর্মী নিয়োগ করা রয়েছে। টাটা গোষ্ঠীর বর্তমান চেয়ারম্যান আরো বেশি পরিমাণ কর্মসংস্থানের বার্তা দিলেন।

Advertisements