ধর্মতলা থেকে উঠে যাবে বাসস্ট্যান্ড! কোথায় হবে! কি পরিকল্পনা রাজ্যের!

নিজস্ব প্রতিবেদন : কলকাতা (Kolkata) শহরের বাস পরিষেবার প্রাণকেন্দ্র হল ধর্মতলা (Dharmatala)। এই ধর্মতলা থেকে প্রতিদিন শয়ে শয়ে যাত্রীবাহী বাস শহরের বিভিন্ন জায়গার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটে যায়। মূলত কলকাতার বাইরে থেকে যারাই বাসে চড়ে শহরে আসেন তাদেরই ধর্মতলায় নেমে অন্য জায়গায় ছড়িয়ে যেতে দেখা যায়। কিন্তু এবার ধর্মতলায় আর এই বাসস্ট্যান্ড থাকবে না! অন্ততপক্ষে এমনই জল্পনা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হল ধর্মতলার পরিবর্তে কোথায় হবে এই বাসস্ট্যান্ড এবং আর কি কি পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের?

ধর্মতলার বিকল্প হিসেবে নতুন বাসস্ট্যান্ড খোঁজার জন্য ইতিমধ্যেই বিকল্প জায়গার সন্ধান শুরু করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ইতিমধ্যেই পাঁচটি জায়গা সরেজমিনে পরিদর্শন করা হয়ে গিয়েছে। যা জানা যাচ্ছে তাতে সেখানে সব মিলিয়ে সাড়ে ৫০০ বাস রাখা যাবে। তবে এই সকল জায়গাগুলির বেশ কিছু অংশ এখন বেআইনি পার্কিং সহ দোকানদারদের দখলে রয়েছে। এক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অনুযায়ী মোটামুটি ৪০০ টি বাস রাখা সম্ভব।

ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড সরানোর জন্য কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) যে মামলা চলছে তার পরিপ্রেক্ষিতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তা জানাতে গিয়ে রাজ্য সরকারের তরফ থেকে হাইকোর্টকে এমনই সব তথ্য পেশ করা হয়েছে। ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ আগেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং রাজ্য এই বিষয়ে সুপ্রিম কোর্টে গেলেও কোন বাড়তি সুবিধা পায় নি। তবে মামলাকারী পরিবেশবিদ সুভাষ দত্ত অভিযোগ করেছেন, সব নির্দেশ থাকা সত্ত্বেও ইচ্ছেকৃতভাবে রাজ্য সরকার গড়িমসি করছে।

এক্ষেত্রে ধর্মতলার পরিবর্তে বাসস্ট্যান্ড হিসাবে সাঁতরাগাছি টার্মিনাসকে বেছে নেওয়া হলেও সেখানে ১০০টির বেশি বাস থাকবে না। আবার ভবিষ্যতে প্রয়োজন পড়লে সেখানকার সীমানা বৃদ্ধি করাও সম্ভব হবে না। অন্য একটি জায়গা হিসেবে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ভবনের কাছে ৫২৫৯ বর্গফুটের একটি জায়গা রয়েছে। সেখানে আবার সর্বাধিক ৬০টি বাস রাখা সম্ভব।

এই দুটি জায়গা ছাড়াও হাওড়ার ফোরসোর রোডে এবং ডিউক রোডের দুটি জায়গায় থাকা জমিতে যথাক্রমে ২০০টি, ৪০টি এবং ১৫০টি বাস রাখা সম্ভব। এই সব মিলিয়ে মোট ৫৫০ টি বাস রাখা সম্ভব বলে জানানো হয়েছে। তবে এর মধ্যে আবার ডিউক রোডের একটি জায়গা যেখানে ১৫০ টি বাস রাখা সম্ভব সেই জায়গাটি পুরোপুরি দখলে রয়েছে বলেও জানানো হয়েছে। যদিও রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন পরিবেশবিদরা। তাদের কথা অনুযায়ী এই পরিকল্পনা সুসংহত নয় এবং ছড়িয়ে ছিটিয়ে এইভাবে বাস রাখার ফলে সমস্যা বাড়বে বই কমবে না।