নিজস্ব প্রতিবেদন : শীতের মরশুম আর নতুন বছরে বহু মানুষকেই এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে বেড়াতে যেতে দেখা যায়। তবে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সবার আগে যা দরকার তা হলো টাকা। যাদের পর্যাপ্ত টাকা রয়েছে তাদের ক্ষেত্রে ঘুরতে যাওয়াই কোন সমস্যা হয় না, কিন্তু যাদের নেই তাদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়।
হাতে কম টাকা রয়েছে এমন ভ্রমণপিপাসুদের যাতে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় তার জন্য আইআরসিটিসির তরফ থেকে নতুন এক ব্যবস্থা আনা হলো। নতুন এই ব্যবস্থায় ধাপে ধাপে টাকা দিলেই হবে। ঘোরার আনন্দ যাতে কোন রকম ভাবেই ক্ষুন্ন না হয় তার জন্য এমন ব্যবস্থা এনেছে আইআরসিটিসি। এই ব্যবস্থা হল EMI।
স্বদেশ দর্শন প্যাকেজের আওতায় আইআরসিটিসি দক্ষিণ ভারতের পাঁচটি তীর্থভূমি ভ্রমণের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করেছে। নতুন এই প্যাকেজ অনুযায়ী যাত্রা শুরু হবে ২০২৩ সালের ১৫ মার্চ। বিহারের কাটিহার থেকে কলকাতা হয়ে ট্রেনটি যাত্রা করবে। এই প্যাকেজের মাধ্যমে আইআরসিটিসি পর্যটকদের ঘুরিয়ে দেখাবে তিরুপতি, মাদুরাই, রামেশ্বর, কন্যাকুমারী, মল্লিকার্জুনের মতো তীর্থকেন্দ্র।
দক্ষিণ ভারতের ৫ জায়গা ঘুরিয়ে দেখার ক্ষেত্রে পর্যটকদের থাকা-খাওয়া অথবা যোগাযোগের জন্য কোন মাথাব্যথা করতে হবে না। প্যাকেজের মধ্যেই রাখা হয়েছে প্রাতঃরাশ থেকে শুরু করে দুপুর ও রাতের খাওয়া দাওয়া এবং বাসে করে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা। এই প্যাকেজ ট্যুরের জন্য যাত্রীদের মাথাপিছু খরচ করতে হবে স্লিপার, এসি থ্রি ও এসি টুতে যথাক্রমে ২০,৯০০, ৩৪,৫০০ ও ৪৩,০০০ টাকা।
হাতে টাকা না থাকা পর্যটকদের কথা মাথায় রেখে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ ডাউনপেমেন্ট করেই যাত্রা করতে পারবেন। বাকি টাকা এক বছর বা দু’বছরের মধ্যে শোধ করার ব্যবস্থা রয়েছে। এই ভ্রমণের ক্ষেত্রে এমন ইএমআই ব্যবস্থা আসার ফলে বহু পর্যটকরা ভ্রমণের স্বাদ খুব সহজেই পাবেন বলে আশা করা হচ্ছে।