Union Bank FD Rates: জুনের শুরুতেই ইউনিয়ন ব্যাঙ্কের FD-তে বদল! এবার এত শতাংশ সুদ পাবেন গ্রাহকরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনের রোজগার থেকে সঞ্চয় এবং সঞ্চয় থেকে বেশি পরিমাণে সুদের ক্ষেত্রে সহজ সরল উপায়ে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) সঙ্গে অন্য কারো তুলনা হয়না। দেশের প্রত্যেকটি ব্যাংক থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠানের ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে। বছরের বিভিন্ন সময় এই সকল স্কিমের ক্ষেত্রে ব্যাংকগুলি সুদের পরিমাণ নিয়ে হেরফের করে থাকে। ঠিক সেই রকমই এবার ইউনিয়ন ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটের (Union Bank FD Rates) সুদের হারে বদল আনলো।

Advertisements

নতুন সুদের হার অনুযায়ী ইউনিয়ন ব্যাংকের গ্রাহকরা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭ থেকে ৪৫ দিনের জন্য সুদ পাবেন ৩.৫%, ৪৬ থেকে ৯০ দিনের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৪.৫ শতাংশ, ৯১ থেকে ১৮০ দিনের জমার ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৪.৮ শতাংশ, ১২১ দিন থেকে শুরু করে এক বছরের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৬.২৫ শতাংশ। এক বছর থেকে ৩৯৮ দিনের জন্য সুদ পাওয়া যাবে ৬.৭৫ শতাংশ।

Advertisements

তবে এর থেকেও বেশি সুদ দেওয়া হচ্ছে ইউনিয়ন ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। ইউনিয়ন ব্যাংকের গ্রাহকরা আরও বেশি ফিক্সড ডিপোজিটের সুদ পাওয়ার জন্য ৩৯৯ দিনের প্রকল্পটি বেছে নিতে হবে। এই ব্যাংকের ৩৯৯ দিনের যে ফিক্সড ডিপোজিট প্রকল্প রয়েছে হাতে গ্রাহকরা বিনিয়োগ করলে ৭.২৫ শতাংশ সুদ পাবেন। এক্ষেত্রে বিনিয়োগ করার সময় দিনটি খুব ভালোভাবে নজরে রাখতে হবে।

Advertisements

আরও পড়ুন ? RBI Bank Penalty: শুধু নয় Yes Bank, ICICI! এবার আরো একটি পরিচিত ব্যাঙ্কের বড় অ্যাকশন নিল RBI

কেননা ৩৯৯ দিনের পর আবার ৪০০ দিন থেকে ৯৯৮ দিনের জন্য ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে সুদের পরিমাণ কমে যাবে। এক্ষেত্রে গ্রাহকরা ৪০০ দিন থেকে ৯৯৮ দিনের জন্য বিনিয়োগ করলে সুদ পাবেন ৬.৫০ শতাংশ। আবার ৯৯৯ দিন হয়ে গেলেই বিনিয়োগের ক্ষেত্রে সুদের পরিমাণ আরও কমে যায়। সে ক্ষেত্রে সুদের পরিমাণ কমে দাঁড়ায় ৬.৪০ শতাংশ। আবার ১০০০ দিন থেকে ১০ বছরের জন্য বিনিয়োগের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৬.৫০ শতাংশ।

উপরে যে সকল সুদের হার দেওয়া হয়েছে তা সাধারণ নাগরিকদের জন্য। তবে যদি এই সকল ফিক্সড ডিপোজিট স্কিমে প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করে থাকেন তাহলে তারা সুদ অনেকটাই বেশি পাবেন। প্রত্যেকটি স্কিমের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা ০.৫০ শতাংশ সুদের হার বেশি পাবেন। আবার সুপার সিনিয়রদের ক্ষেত্রে সুদের হার ০.৭৫ শতাংশ বেশি দেওয়া হচ্ছে ব্যাংকের তরফ থেকে।

Advertisements