‘রবীন্দ্রনাথকে নিয়ে নোংরামি করছে’, ফ্লেক্স বিতর্কে অনুব্রত

Amarnath Dutta

Updated on:

Advertisements

অমরনাথ দত্ত : আগামী রবিবার বোলপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসার আগে রাজ্যবাসীকে তাড়া করে বেড়াচ্ছে বোলপুর শান্তিনিকেতনের ফ্লেক্স বিতর্ক। আর এনিয়েই এবার মুখ খুললেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বললেন, ‘রবীন্দ্রনাথকে নিয়ে নোংরামি করছে।’ যদিও ফ্লেক্স বিতর্কের পাল্টা আগেই দিতে দেখা গিয়েছে বিজেপি নেতা অনুপম হাজরাকে।

Advertisements

Advertisements

গতকাল রাত থেকে বোলপুর শহরের বিভিন্ন এলাকায় এক ধরনের ফ্লেক্স টাঙ্গানো হয়। যে ফ্লেক্সে অমিত শাহকে স্বাগত জানানো হচ্ছে শান্তিনিকেতনে। কিন্তু ফ্লেক্স নিয়ে বিতর্কের কারণ হলো ছবিতে সবার উপরে অমিত শাহ, তার নিচে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার নিচে অনুপম হাজরার ছবি। আর এই প্রচারের দাবি করা হয় বোলপুর ও শান্তিনিকেতন সংস্কৃতি বিকাশ সমিতির তরফ থেকে।

Advertisements

এই ফ্লেক্স নিয়েই অনুব্রত মণ্ডল বলেন, “উপরে অমিত শাহ, তার নিচে রবীন্দ্রনাথ। এর থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে। বাংলাকে শেষ করছে না? বাংলার গর্বকে শেষ করছে না? বাংলার ইতিহাসকে শেষ করছে না? বাংলার অস্তিত্বকে শেষ করছে না? বাংলা কি কি এইভাবে অপমান করবে আর বাংলা তাকিয়ে তাকিয়ে দেখবে।”

এর পরেই তিনি বলেন, “তাহলে চিন্তা করুন এদের সংস্কৃতি কি। এখন থেকে যদি এরকম হয় তাহলে এরা এলে কি করবে বাংলাতে! কোন ঋষি মুনি কিছু থাকবে না। সব ধুয়ে মুছে শেষ করে দেবে। খালি থাকবে আরএসএস আর আরএসএস। গোটা বোলপুর, বিশ্বভারতী এবং আর শ্রমিকরা ছিঃ ছিঃ করছে। রবীন্দ্রনাথকে নিয়ে নোংরামি করছে। রবীন্দ্রনাথকে নিচু করছে। বাঙ্গালীদের কলঙ্কিত করছে।”

যদিও এই ফ্লেক্স বিতর্কে বিজেপির সর্ব ভারতীয় সম্পাদক অনুপম হাজরা আগেই জানিয়েছিলেন, “অমিত শাহ জি’র শান্তিনিকেতন সফরের ঠিক আগে পূর্ব পরিকল্পিতভাবে তৃণমূলের বিশৃঙ্খলা সৃষ্টির অভিনব পন্থা বেছে নিয়েছে। এক ভৌতিক প্রতিষ্ঠান, যার বাস্তবে কোন অস্তিত্ব নেই, সেই প্রতিষ্ঠানের উদ্যোগে গোটা বোলপুর শান্তিনিকেতনে ছেয়ে গেল গুরুদেবকে অবমাননাকর এই পোস্টার। এই পোস্টারের সাথে বিজেপির কোন যোগ নেই।”

Advertisements