Kolkata To Dhaka Flight: ৭ ঘন্টার রাস্তা ৪৫ মিনিটে! কলকাতা থেকে ঢাকা বিমানে কত পড়ে খরচ

Antara Nag

Published on:

Advertisements

Flight Fare from Kolkata To Dhaka: ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ। আর তার রাজধানী হলো ঢাকা। বাংলাদেশ ও ভারত এই ২ দেশের লোক প্রতিনিয়ত যাতায়াত করছেন ১ দেশ থেকে আরেক দেশে। কেউ আসছেন পড়াশুনার চাহিদায়, আবার কেউ আসছেন কেনাকাটা করতে, তো কেউ আসছেন শুধু মাত্র ভ্রমণের উদ্দেশ্যে। এই সমস্ত ব্যক্তিদের চাহিদা পূরণের জন্য প্রতিনিয়ত ট্রেন ও বাস যাতায়াত করছে কলকাতা থেকে ঢাকা শহর অব্দি। রয়েছে উড়োজাহাজ পরিষেবাও। কলকাতা থেকে ঢাকা যাতায়াত করার জন্য ট্রেন ভাড়া কত রয়েছে কতক্ষণ সময় লাগতে পারে আমরা মোটামুটি প্রায় সকলেই জানি। জানি বাস ভাড়ার হিসেব নিকেষও। চলুন জেনে নেওয়া যাক কলকাতা টু ঢাকা উড়োজাহাজ (Kolkata To Dhaka Flight)।। পরিষেবার বিস্তারিত বিবরণ।

Advertisements

বিমান পরিষেবা কথাটা শুনলেই সবার প্রথমে যেটা মাথায় আসে তা হল খরচ সাপেক্ষ ১ টা বিষয়। তাই জন্য হয়তো অনেক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও বিমান পরিষেবাটা একটু এড়িয়েই চলেন বেশিরভাগ মানুষ। কিন্তু কলকাতা থেকে ঢাকা বিমান পরিষেবার (Kolkata To Dhaka Flight) ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একেবারেই তেমন নয়। খুবই কম ভাড়ায় যাতায়াত করা যায় ১ দেশ থেকে আরেক দেশ। বিমানের টিকিটের ভাড়া শুরু হয় সর্বনিম্ন ৬ থেকে ১০ হাজারের মধ্যে। এমন অনেক বিমান রয়েছে যেগুলি প্রতিদিন প্রতিনিয়ত কলকাতা আসে ঢাকা থেকে।

Advertisements

কলকাতা বিমানবন্দর থেকে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর অব্দি প্রতিনিয়ত বিমান যাতায়াত করছে। তবে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নয়, রয়েছে ইউ এস বাংলা, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট, এয়ার রিজেন্ট এয়ারলাইন্সের বিমান পরিষেবাও। প্রত্যেকটি সংস্থাই ঢাকা টু কলকাতা (Kolkata To Dhaka Flight) যাতায়াত করার জন্য বিমান পরিষেবা প্রদান করে থাকে। বিমান পরিষেবা গ্রহণের জন্য প্রয়োজনীয় টিকিট বুকিং করা অত্যন্ত সহজ। আপনি চাইলেই অনলাইনে যে কোন বিমান সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টিকিট কেটে নিতে পারেন। আবার চাইলে কোন ট্রাভেল এজেন্টের সহযোগিতা ও নিতে পারেন।

Advertisements

আরও পড়ুন ? বিনামুল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ দিচ্ছে কেন্দ্রীয় সরকার, বাজেটে বড় চমক

বিমান বাংলাদেশ, নভোএয়ার এবং ইউএস বাংলা এই সংস্থা গুলির বিমান প্রতিদিন যাতায়াত করে ঢাকা থেকে কলকাতা (Kolkata To Dhaka Flight) অব্দি। আবার ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং স্পাইস জেট সংস্থার বিমান পরিষেবা প্রদান করে কলকাতা থেকে ঢাকা (Kolkata To Dhaka Flight) অব্দি। এই রুটে যাতায়াতের ভাড়া কিন্তু সব সময় এক নয়। দিন, তারিখ এবং সংস্থার উপর ভিত্তি করে ভাড়া নির্ধারণ করা হয়। তাই দিনভেদে টিকিটের মূল্য আলাদা হওয়ার সম্ভাবনা থাকে। সংস্থাভেদেও টিকিটের মূল্য আলাদা হয়। ঢাকা ও কলকাতার মধ্যে যাতায়াতকারী বাসের ভাড়া ৯০০ থেকে ১৪০০ টাকার মধ্যে। এছাড়া রয়েছে মৈত্রী এক্সপ্রেস। কলকাতা থেকে ঢাকা পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস এসি টিকিটের ভাড়া ৪৯০০ টাকা। আর এসি চেয়ার সিটের ভাড়া ৩৬০০ টাকা। সেই তুলনায় বিমান ভাড়া কমই বলা চলে।

শুধু ভাড়ার দিক থেকে নয়, সুবিধা রয়েছে সময়ের দিক থেকেও। কলকাতা থেকে ঢাকা যাতায়াত করতে বিমান পরিষেবার (Kolkata To Dhaka Flight) ক্ষেত্রে সময় লাগে মাত্র ৪৫ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে। প্রতিদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা বিমানবন্দর থেকে ১০:১৫ তে ছাড়ে কলকাতা বিমান বন্দরের উদ্দেশ্যে। কলকাতা বিমানবন্দর পৌঁছাতে সময় নেয় ১ ঘন্টা। বুধবার দিন এই সংস্থার ২ টি বিমান কলকাতা থেকে ঢাকার মধ্যে যাতায়াত করে। ইউএস বাংলা সংস্থার বিমান প্রতি বৃহস্পতিবার এবং শনিবার সকাল ১০ টার সময় ঢাকা বিমানবন্দর থেকে ছেড়ে কলকাতা বিমানবন্দর অব্দি আসে। আবার উল্টোদিকে কলকাতা থেকে ঢাকা যাবার জন্য ইন্ডিগো সংস্থার বিমান ছাড়ে বিকেল ৫ টা ১০ মিনিটে। আর এয়ার ইন্ডিয়ার বিমান ছাড়ে সকাল ১১ টার পর।

Advertisements