Flipkart বা Amazon থেকে বর্তমান পরিস্থিতিকে যা যা কিনতে পারবেন

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্চ মাসের ২৪ তারিখ থেকে ভারতে জারি হয় লকডাউন। প্রথম দফায় ২১ দিনের জন্য লকডাউন জারি হয় ১৪ ই এপ্রিল পর্যন্ত। পরে তা আবার মেয়াদ বৃদ্ধি করা হয় ৩রা মে পর্যন্ত।

যদিও দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার সাথে সাথে জানানো হয় Flipkart বা Amazon-এর মত ই-কমার্স ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি ২০ এপ্রিলের পর স্মার্টফোন, ল্যাপটপ বা অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু জায়গায় ছাড় পাবে। কিন্তু সেই নির্দেশিকা রবিবার স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শে স্বরাষ্ট্রমন্ত্রক তুলে নেয়। ফের নতুন করে একটি নির্দেশিকা জারি করে জানানো হয় কেবলমাত্র অত্যাবশ্যকীয় জিনিসপত্রই ডেলিভারি করতে পারবে এই সকল ই-কমার্স সংস্থাগুলি। নির্দেশিকায় জানানো হয় কোন কোন জিনিস ডেলিভারি দিতে পারবে বর্তমান পরিস্থিতিতে তারা।

ফ্লিপকার্ট অথবা অ্যামাজন বর্তমান পরিস্থিতিতে ডেলিভারি দিতে পারবে কেবল মাত্র রান্নার জিনিসপত্র, ফাস্টফুডের জিনিসপত্র অথবা স্বাস্থ্যকর। এছাড়াও এই সকল ই-কমার্স ওয়েবসাইট থেকে আপনি ক্রয় করতে পারবেন মাস্ক, হ্যান্ডওয়াস, স্যানিটাইজার, ব্লাড প্রেসার মনিটর, থার্মোমিটার, স্নানের জিনিসপত্র, মুখ, চুল অথবা ত্বকের যত্ন প্রসাধনী, শিশুদের যত্নের জন্য বেশ কিছু জিনিসপত্র ইত্যাদি।