Flipkart Quick Delivery: ৫-১০ নয়, এবার এই শর্তে অর্ডারের দিনেই ডেলিভারি দেবে Flipkart

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের বড় সংখ্যার মানুষ বাড়িতে বসে প্রয়োজনীয় জিনিসপত্র পেতে চান। সে নিত্যপ্রয়োজনীয় জিনিস হোক অথবা কোন ইলেকট্রনিক গ্যাজেট। বিভিন্ন বিপণনী সংস্থা এই সকল জিনিসপত্র গ্রাহকদের অর্ডার মতো বাড়ি বাড়ি দিয়ে থাকে। তবে দেখা যায় অর্ডার দেওয়ার পর জিনিস আসতে সময় লেগে যায় ৫ থেকে ১০ দিন। তবে এই জামানা এবার শেষ করতে চলেছে ফ্লিপকার্ট (Flipkart)।

Advertisements

দেশের অন্যতম জনপ্রিয় বিপণনীয় সংস্থা হিসেবে নাম রয়েছে ফ্লিপকার্টের। প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ Flipkart থেকে নানান ধরনের জিনিসপত্র ক্রয় করে থাকেন। গ্রাহকদের সুবিধার জন্য এবার flipkart এর তরফ থেকে এমন অভিনব পরিষেবা চালু করা হচ্ছে এবং সেই অভিনব পরিষেবার মাধ্যমে যেদিন অর্ডার করা হবে সেই দিনই পাওয়া যাবে প্রয়োজনীয় সামগ্রী।

Advertisements

অর্ডারের দিনেই কোন কোন জিনিস ডেলিভারি দেওয়া হবে? সংস্থার তরফ থেকে যা জানানো হয়েছে তাতে অর্ডারের দিনেই কিছু নির্দিষ্ট করে দেওয়া জিনিসপত্র দেওয়া যাবে। সেই সকল জিনিসপত্রের মধ্যে রয়েছে বই, মোবাইল, ইলেকট্রনিক্স গ্যাজেট এবং বাড়িতে ব্যবহার করা নানান ধরনের জিনিসপত্র। মোটামুটি ভাবে প্রয়োজনীয় অধিকাংশ জিনিসই পাওয়া যাবে অর্ডারের দিনেই।

Advertisements

আরও পড়ুন ? Nusrat Jahan Tattoo: নিখিল নয়, যশও নয়, নুসরতের বুকের ট্যাটুতে অন্য পুরুষের ইতিহাস! ফাঁস গোপন অতীত

কোন কোন শহরে এমন পরিষেবা চালু হচ্ছে? সংস্থার তরফ থেকে এমন পরিষেবা দেশের বেশ কিছু জনপ্রিয় শহরে চালু করা হচ্ছে। ফেব্রুয়ারি মাস থেকেই এমন পরিষেবা পাবেন গ্রাহকরা। যে সকল শহরে এমন পরিষেবা পাওয়া যাবে সেগুলি হল আমেদাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, কোয়েম্বাটুর, নাগপুর, পুনে, পাটনা, রায়পুর, শিলিগুড়ি, কলকাতা এবং বিজয়ওয়াড়াতে। আগামী দিনে অন্যান্য জায়গাতেও এমন পরিষেবা পৌঁছে দেওয়া হবে।

শর্ত? এমন পরিষেবা অর্থাৎ অর্ডারের দিনেই হাতে জিনিস পাওয়ার জন্য সংস্থার তরফ থেকে একটি শর্ত দেওয়া হয়েছে। সংস্থার তরফ থেকে দেওয়া সেই শর্তটি হল, গ্রাহকদের অর্ডার করতে হবে দুপুর ১টার মধ্যে। দুপুর ১টার মধ্যে অর্ডার করা হলে ওইদিন রাত ১২টার মধ্যে অর্ডার করা জিনিস গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে।

Advertisements