শর্মিষ্ঠা চ্যাটার্জী : বহুদিন আগে থেকেই অনলাইনের মাধ্যমে মানুষকে পরিসেবা দেওয়ার লক্ষ্যে চালু হয়েছিল অ্যামাজন (Amazon), ফ্লিপকার্ট (Flipkart), টাটার (Tata) মত সেক্টরগুলি। যাদের পরিষেবার ফলে মানুষের সবদিক থেকেই সুবিধে হয়ে থাকে। এরপর সেই অনলাইন পরিষেবার তালিকায় নতুন করে হেলথকেয়ার (Healthcare) সেক্টরের ক্ষেত্রে নাম সংযোজন করলো ফ্লিপকার্ট নামক ই-কমার্স (e commerce) সংস্থা।
ফ্লিপকার্টের নাম কার না অজানা, এবার সেই ফ্লিপকার্টই আপনার সুবিধে অসুবিধেতে বাড়িতে গিয়ে ওষুধ পৌঁছে দিয়ে আসবে। যে প্রোগ্রামের মাধ্যমে ফ্লিপকার্ট এই পরিষেবা চালু করতে চলেছে তার নাম ফ্লিপকার্ট হেলথ কার্ড প্রোগ্রাম।
বাড়িতে কেউ নেই ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার মত? সময় নেই হাতে বেশি? এখন সব সমস্যার সমাধান করে দেবে ফ্লিপকার্টের এই পরিষেবা। কেবলমাত্র ওষুধ নয়, সেই সঙ্গে মেডিক্যাল কনসাল্টেশন থেকে শুরু করে ডায়াগনস্টিক সমস্তটাই আপনি পেয়ে যাবেন বাড়িতেই বসে।
সস্তা সুন্দর ডট কম সাইটটি আমাদের সকলেরই কম বেশি জানা। সম্প্রতি ফ্লিপকার্টের তরফ থেকে সস্তা সুন্দর মার্কেটপ্লেস লিমিটেড টেক ওভার করা হয়েছে যার সাহায্যে খুব সহজেই প্রত্যেক গ্রাহকের বাড়িতে বাড়িতে ওষুধ পৌঁছে যাবে।
ফ্লিপকার্ট হেলথ প্লাস প্রোগ্রামের মাধ্যমে সমস্ত গ্রাহকেরা অত্যন্ত স্বল্প ব্যয়ে কোনো প্রকার কষ্ট ছাড়াই বাড়িতে বসে নিজের দরজায় পেয়ে যাবে সমস্ত প্রকার ওষুধ ও পরিষেবা।
পূর্বে সস্তা সুন্দর অ্যাপটি ডিজিটাল হেলথকেয়ার মাধ্যম হিসেবে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল মানুষের কাছে। প্রায় ৫০০ এর কাছাকাছি ফার্মেসির সাথে যুক্ত এই পরিষেবার মাধ্যমে কনজিউমাররা অতি অল্প মূল্যে স্বাস্থ্য সম্পর্কিত প্রোডাক্টগুলি পেয়ে থাকে। প্রোডাক্ট সরবরাহের পাশাপাশি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বহু সমস্যার সমাধান সম্ভব হয়।
বর্তমানে ফ্লিপকার্টের উদ্যোগে এই নব পদক্ষেপের মূল লক্ষ্য হবে গুণগতমানসম্পন্ন ও স্বল্প মূল্যে আদর্শ মানের পরিষেবা প্রদান। উক্ত অনলাইন পোর্টালটিতে ফার্মাসিউটিক্যাল ক্রয় করারও সুবিধা থাকবে। ভবিষ্যতে এই পরিষেবাগুলির সাথে সাথে আরও নতুন কিছু পরিষেবা যেমন ই-ডায়াগনস্টিকস এবং ই-পরামর্শ চালু করারও চিন্তা ভাবনা রয়েছে।
বিগত কিছু বছর যাবত একাধিক অনলাইন ফার্মেসি স্পেসে প্রবেশ করে ফেলেছে যার মধ্যে রয়েছে অ্যামাজন ইন্ডিয়া, টাটা ডিজিটাল। বর্তমানে এই প্রতিযোগিতায় নতুন নাম লেখালো ফ্লিপকার্ট। ফলে এই সেক্টরের ক্ষেত্রে প্রতিযোগিতার হার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আগামীদিনে এই সেক্টরগুলি ভীষণভাবে সাড়া জাগাতে চলেছে।