এক গলা জলেও ছুটছে বাইক, অভিনব আবিষ্কার নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্ষাকালে বৃষ্টি বাড়ার সাথে সাথে আমাদের দেশের বিভিন্ন গ্রাম ও শহরের বহু অংশকেই জলে জলমগ্ন হতে দেখা যায়। সম্প্রতি এর জ্বলন্ত উদাহরণ মুম্বই। তবে শুধু মুম্বই নয়, সামান্য বৃষ্টিতেই কলকাতার মত শহরকে দেখা যায় জলে ডুবতে। আর জলে ডোবা রাস্তায় বাইক তো দূরের কথা চারচাকাও চালানো কষ্টকর হয়ে পড়ে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা গিয়েছে কোমর জল তো দূরের কথা এক গলা জলেও বাইক ছুটছে নিজের স্বাচ্ছন্দে। তবে এর পিছনে রয়েছে বেশকিছু কারুকার্য, আবিষ্কার। আর এই সকল বিষয়গুলিই নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার।

Advertisements

এমন অভিনব ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আইএএস অফিসার অবনীশ শর্মা। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নজর কাড়লেও ওই আইএএস অফিসার আমজনতাকে সতর্ক করেছেন এর বিষয়েও।

Advertisements

ভিডিওটিতে দেখা যাচ্ছে কয়েকজন যুবক মফেট বাইকের সাইলেন্সার পাইপে অন্য পাইপ লাগিয়ে সেটিকে অনেক লম্বা করে উপর দিকে তুলে দিয়েছেন। পাশাপাশি তেল ঠিকঠাক সরবরাহের জন্য একটি বোতলে তেল ভরে সেই বোতলটিকে বাইকের হ্যান্ডেলের সাথে অন্য একটি লোহা লাগিয়ে অনেক উঁচুতে তুলে দিয়েছেন। যাতে করে বাইকটি সম্পূর্ণ জলে ডুবে গেলেও যেন হাওয়া ঠিকঠাক সরবরাহ হয় এবং তেল সরবরাহ ঠিক থাকে। এরপর সেই বাইক নিয়ে তারা এক গলা জলে নেমে দেদার ছুটছেন।

Advertisements

তবে এই ভিডিওটি দেখে এটিকে খুব একটা সিরিয়াস এবং এমনটা না করার পক্ষে মতামত পোষণ করেছেন বিশেষজ্ঞরা। কারণ এমনটা করার সময় জীবনের ঝুঁকি থেকে যাই অনেক বেশি।

Advertisements