নিজস্ব প্রতিবেদন : দিন যত এগোচ্ছে ততই অত্যাধুনিক হচ্ছে মানুষের জনজীবন। এখন সবকিছুই এত উন্নত হয়েছে যে ড্রোন ব্যবহার করে খাবার ডেলিভারি থেকে শুরু করে প্রয়োজনীয় আসবাবপত্র উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। এরই মধ্যে চলে এলো উড়ন্ত এক বাইক।
ভারতে না হলেও এই ধরনের উড়ন্ত বাইক দেখা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। জনসম্মুখে আসা ওই উড়ন্ত বাইককে বলা হচ্ছে হভার বাইক। এই ধরনের যানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ডেট্রয়েট অটোশো-তে এই ধরনের যানের আত্মপ্রকাশ হয়েছে। জানা যাচ্ছে এই ধরনের অত্যাধুনিক উড়ন্ত বাইক তৈরি করেছে এয়েরউইনস টেকনোলজিস নামক একটি সংস্থা।
এই বাইকটি দেখলে হলিউড সিনেমার অনেক দৃশ্য মনে পড়বে। সেক্ষেত্রে সেই দৃশ্য স্পাইডারম্যান সিনেমার মতো অথবা স্টার ওয়ারস সিনেমার ‘স্পিডার বাইকে’র মত। বিশ্বের প্রথম এই উড়ন্ত বাইকের নাম হল XTURISMO হভারবাইক। ২০২১ সালে জাপানে এই ধরনের একটি মোটর বাইক সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল। এর এক বছরের মধ্যেই এর বাস্তবায়ন।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অনায় আছে সেটি শুনে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, আবার হেলিকপ্টারের মত অবতরণ করতে সক্ষম। উড়ন্ত এই বাইকটি একনাগাড়ে ৪০ মিনিট উড়তে পারবে বলে জানা যাচ্ছে। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ মাইল। তবে এই উড়ন্ত বাইকের দাম যা তাতে তা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে।
This is the world's first flying bike. The XTURISMO hoverbike is capable of flying for 40 minutes and can reach speeds of up to 62 mph pic.twitter.com/ZPZSHJsmZm
— Reuters (@Reuters) September 16, 2022
অত্যাধুনিক এই উড়ন্ত বাইকের দাম ৭ লক্ষ ৭৭ হাজার ৭৭৭ ডলার। যা ভারতীয় মুদ্রায় ৬.২৯ কোটি টাকা। যদিও এই উড়ন্ত বাইকের আত্মপ্রকাশ হলেও এখনই তা বাজারে উপলব্ধ করা হবে না বলেই জানা যাচ্ছে। এর জন্য সংস্থার তরফ থেকে আরও কিছুদিন অপেক্ষা করা হবে এবং ২০২৩ সালে বাজারে এই উড়ন্ত বাইক লঞ্চ করা হবে বলে জানা যাচ্ছে।