Durga Puja Rules: চলতি বছরের পুজোর ছাড়পত্র পেতে গেলে মানতে হবে নয়া নিয়ম

Prosun Kanti Das

Published on:

Advertisements

Durga Puja Rules: দুর্গাপুজো হলো বাঙালির অন্যতম শ্রেষ্ঠ পূজা এবং এর সাথে জড়িয়ে রয়েছে বাঙালির গভীর আবেগ। সারা বছর এই বিশেষ কয়েকটি দিনের জন্যই বাঙালি অপেক্ষা করে থাকে। ইতিমধ্যে বাংলার বিভিন্ন জায়গায় পূজোর আরম্বর শুরু হয়ে গেছে। পুজো উদ্যোক্তাদের এখন বিশাল দায়িত্ব। মহাপঞ্চমী আসতে আর মাত্র ৫৮ দিন বাকি। যেকোনো পুজো করার ক্ষেত্রে পূজো উদ্যোক্তাদের আইনি অনুমতি নিতে হয়। এর মধ্যে উদ্যোক্তাদের আইনি কার্যকলাপও শুরু হয়ে গেছে। রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা সোমবার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে বাধ্যতামূলকভাবে পুজোর ছাড়পত্র দেওয়ার অনলাইন ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছেন।

Advertisements

এবার পুজোর ছাড়পত্র পেতে গেলে নয়া নিয়ম পালন করতে হচ্ছে পুজোর উদ্যোক্তাদের। রাজ্যের মুখ্যসচিব দক্ষিণ ২৪ পরগনাকে মডেল হিসেবে গ্রহণ করার প্রস্তাব দিয়েছেন। এরমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পুজো নিয়ে একটি পোর্টাল তৈরি করে ফেলেছেন এবং সেখানে অনুমতি সংক্রান্ত নথিপত্র জমা দিলেই অনুমতি (Durga Puja Rules) পাওয়া যাবে পুজোর জন্য।

Advertisements

প্রত্যেকবারের মতো এবার আর পুজো উদ্যোক্তদেরও যত্রতত্র ছোটাছুটি করতে হবে না পুজোর অনুমতি নেওয়ার জন্য। মুখ্যসচিব এই বিষয়ে জানিয়ে দিয়েছেন যে, সকলকে বাধ্যতামূলকভাবে ওই পোর্টালে আবেদনপত্র জমা দিতে হবে এবং যাবতীয় নথিপত্র জমা দিতে হবে ওই পোর্টালে। আবেদনের ওপর নির্ভর করেই অনলাইনে জেলা প্রশাসন দমকল, বিদ্যুতের অনুমোদন দিয়ে দেবে (Durga Puja Rules)।

Advertisements

আরো পড়ুন: শুধু ৮৫০০০ টাকা ফেরত দিয়ে হবে না, দুর্গাপুজোর অনুদানের আরও টাকা ফিরিয়ে দিতে বললেন কুনাল

মুখ্যসচিব আরো বলেছেন যে, এই বছর ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেটও এই ধরনের একটি পুজো সংক্রান্ত পোর্টাল তৈরি করে ফেলেছেন। বিভিন্ন জেলার জেলাশাসকদেরও এবার এই পোর্টাল চালু করে অনুমতি প্রদান করতে হবে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের। যাতে জেলার পুজো সংক্রান্ত সমস্ত তথ্য কেন্দ্রীয়ভাবে জেলাশাসকের পোর্টালে থাকে। চলতি বছরে দুর্গাপূজা সংক্রান্ত এই নয়া নিয়ম (Durga Puja Rules) সত্যি প্রশংসনীয়।

কলকাতার সাম্প্রতিক পরিস্থিতি এখন উত্তপ্ত, আরজিকর কাণ্ড নিয়ে চিন্তিত রাজ্য সরকার। তাই জেলাশাসকদেরও সতর্ক করেন মুখ্যসচিব। জেলায় কোনরকম ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা জানাতে হবে নবান্নে। রাজ্যে এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর সরকার এই বিষয়ে আরো কড়া পদক্ষেপ নিতে চাইছে।

Advertisements