Pan কার্ড হারিয়ে গেছে! রইলো সহজেই রিপ্রিন্ট করার পদ্ধতি

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্যান কার্ড বা প্যান নাম্বার আর্থিক লেনদেনের ক্ষেত্রে একজন ভারতীয়র কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। ব্যাঙ্ক হোক অথবা সোনা, বাড়ি ক্রয় ইত্যাদি সব ক্ষেত্রেই এখন প্যান বাধ্যতামূলক হয়ে পড়েছে। ব্যাঙ্কের ক্ষেত্রে ৫০০০০ টাকার বেশি নগদ লেনদেন করতে গেলে অবশ্যই লাগবে প্যান। কিন্তু এই প্যান কার্ড হারিয়ে গেলে কি করবেন?

Advertisements

প্যান কার্ড হারিয়ে গেলে সমস্যায় পড়তে হবে, এ কথা নতুন করে বলার কিছু নেই। তবে এই সমস্যা থেকে রেহাইয়ের উপায় রয়েছে। প্যান কার্ড হারিয়ে গেলেও খুব সহজেই করা যাবে রিপ্রিন্ট। রিপ্রিন্ট অর্থাৎ ডুপ্লিকেট প্যান কার্ড বের করার জন্য অবশ্য বেশ কয়েকটি অবশ্যই জেনে রাখা প্রয়োজন।

Advertisements

প্যান কার্ড রিপ্রিন্ট করার জন্য আপনার প্যান কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার থাকতে হবে। পাশাপাশি ইমেইল আইডি রেজিস্টার থাকলেও খুব ভালো হয়। আর এই রিপ্রিন্ট করার খরচ হবে ৫০ টাকা ভারতের যেকোনো স্থানে পাঠানোর জন্য। আর সেই প্যান কার্ড ভারতের বাইরে কোথাও পাঠানোর জন্য খরচ হবে ৯৫৯ টাকা।

Advertisements

রিপ্রিন্টের অর্ডার দেওয়ার জন্য আপনাকে যেতে হবে https://www.tin-nsdl.com/সাইটে। যেখানে বেশ কয়েকটি অপশন এর মধ্যে আপনি দেখতে পাবেন ‘Reprint for Pan Card’। যেখানে ক্লিক করলেই আপনি পৌঁছে যাবেন পরবর্তী পর্যায়ে। তারপর সেখানে চাওয়া হবে আপনার প্যান নাম্বার, আধার নাম্বার, জন্মের মাস ও সাল। এগুলি সঠিকভাবে দেওয়ার পর ক্যাপচা কোড দিয়ে সাবমিট করতে হবে।

এরপর ধাপে ধাপে সব পর্যায়গুলি সম্পন্ন করতে হবে। এগুলি করার সময় আপনার মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে একটি ওটিপি পাঠাবে আয়কর দপ্তর। যেটি সঠিকভাবে দিয়ে আপনাকে প্ৰমাণ করতে প্যানটি আপনার। এরপর ডুপ্লিকেট প্যান কার্ডের অর্ডার দিলে সেই প্যান কার্ডটি আপনার সেই ঠিকানায় পাঠিয়ে দিবে আয়কর দপ্তর, যে ঠিকানাটি তাদের কাছে রয়েছে। এছাড়াও যদি আপনার তাড়া থাকে তাহলে আপনার মোবাইল নম্বরে পাঠানো হবে লিঙ্ক থেকে e-Pan ডাউনলোড করে নিতে পারেন৷

বিশেষ উল্লেখ্য, পুরনো প্যান কার্ডে যে তথ্য ছিল সেই তথ্যে কোনও বদল করা যাবে না এই প্রক্রিয়ার মাধ্যমে। ডুপ্লিকেট প্যান নম্বরের কোনও কিছু আপডেট করা যাবে না৷ নাম, ঠিকানা সব কিছু আগের মতোই থাকবে।

Advertisements