Hill Traveling Tips: ডিসেম্বর-জানুয়ারিতে সরকারি থেকে বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানেই বেশ কিছু ছুটি পাওয়া যায়। আর এই সময় ছুটি মানে পাহাড়ের ডাকে মন ছুট্টে চলে যেতে চায়। কিন্তু অনেকেই আছেন যে প্রথম পাহাড়ে যাবে। যার ফলে পাহাড়ে যাওয়ার আগেই মনের মধ্যে দুশ্চিন্তা ঘোরাফেরা করতে থাকে। প্রথমবারের মতো পাহাড়ে ঘুরতে যাওয়া সকলের জন্যই একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হতে পারে! তবে নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ নিশ্চিত করতে, পাহাড়ে যাওয়ার আগে ৭টি প্রয়োজনীয় টিপস (Hill Traveling Tips) মেনে চলা দরকার।
১. সঠিক গন্তব্য নিশ্চিত করা: আপনি যে নির্দিষ্ট পাহাড়ী এলাকায় যেতে চাইছেন সেখানে পৌঁছানোর পরিকল্পনা করা। আবহাওয়া পরিস্থিতি, স্থানীয় সংস্কৃতি এবং সেখানকার বিশেষ আকর্ষণগুলি নিয়ে গবেষণা করুন। এর ফলে আপনি প্রস্তুত হয়ে যেতে পারবেন।
২. উপযুক্ত পোশাক নেওয়া: পাহাড়ের আবহাওয়া অনির্দেশ্য হতে পারে। থার্মাল থেকে শুরু করে ওয়াটারপ্রুফ জ্যাকেট সহ আপনার শীতের পোশাক নিয়ে যাবেন। মজবুত হাইকিং বুট ভুলে যাবেন না। তবে খুব বেশি জামাকাপড় না নেওয়ার ভালো।
৩. হাইড্রেটেড থাকা: উচ্চতা হাইড্রেশনের মাত্রাকে প্রভাবিত করতে পারে। পর্যাপ্ত জল বহন করুন, এবং জল পরিশোধন পদ্ধতি বা ট্যাবলেট বেছে নিতে পারেন, বিশেষ করে যদি আপনি প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা করেন।
৪. ভ্রমণসূচী পরিকল্পনা করা: আনুমানিক ভ্রমণের সময় এবং দূরত্ব সহ আপনার দৈনন্দিন যাত্রার একটি প্ল্যান করে ফেলতে হবে। তার কারণ সবকিছুর মধ্যে আপনার বিশ্রামও প্রয়োজন।
৫. স্ন্যাকস জাতীয় খাবার নেওয়া: এনার্জি-বুস্টিং স্ন্যাকস যেমন বাদাম, এনার্জি বার এবং ফল পাহাড়ে যাওয়ার সময় সাথে রাখুন। পাহাড় ভ্রমণের টিপসগুলোর (Hill Traveling Tips) মধ্যে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন:Google Map: গুগল ম্যাপে ভরসা করে গন্তব্য বিভ্রাটে যাত্রীরা, সমুদ্রের বদলে গেলেন জঙ্গলে
৬. প্রয়োজনীয় ওষুধ রাখা: পাহাড়ের জায়গায় কখনো বৃষ্টি, কখনো আবার তুষারপাত। তাই বেসিক কিছু ওষুধ সাথে রাখা আবশ্যক। যাদের ‘মোশন সিকনেস’ রয়েছে তারা একটি গাড়ি করে পাহাড়ে উপরে যাওয়ার সময় বমির ওষুধ বহন করতে পারেন। যাদের হাঁপানি বা শ্বাসকষ্টের মত সমস্যা আছে তাদের সে সংক্রান্ত ওষুধ বহন করতে হবে।
৭. জরুরী অবস্থার জন্য প্রস্তুত থাকা: জরুরী অবস্থায় নিজেকে রক্ষা করার মানসিকতা রাখতে হবে। জরুরী নম্বর সংরক্ষিত করা, সম্পূর্ণ চার্জ করা মোবাইল ফোন সঙ্গে রাখা, পর্যাপ্ত অক্সিজেন, জলের বন্দোবস্ত রাখা। প্রাথমিক প্রাথমিক চিকিৎসা জানলে খুব ভালো।
পাহাড় ভ্রমণের আগে এই টিপসগুলি (Hill Traveling Tips) অনুসরণ করলে পাহাড়ে আপনার প্রথম ভ্রমণ একদম নিরাপদ, আনন্দদায়ক এবং স্মরণীয় হতে পারে। প্রকৃতির সৌন্দর্যকে কাছ থেকে আলিঙ্গন করার সুযোগ হাতছাড়া করবেন না যেন!