Switchboard Cleaning Remedies: নিমেষে উঠে যাবে সুইচ বোর্ডে কালো কুচকুচে দাগ! শুধু করতে হবে একটি কাজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Follow these home cleaning remedies to remove stains from your switchboard: নিজের ঘরবাড়ি পরিষ্কার করতে কে না পছন্দ করেন। সুন্দর করে সাজানো ঘর প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন। যদি আপনি নিয়মিত ঘরবাড়ি পরিষ্কার না করেন তাহলে দেখবেন ধুলোর আস্তরণ পড়ে গিয়ে নোংরা হয়ে পড়েছে, যা দেখতে মোটেই ভালো লাগেনা। বাড়ি পরিষ্কার করার সময় প্রতিটা জিনিস যত্ন সহকারে পরিষ্কার করতে হবে। সেটা ঘরের সিলিং ফ্যান থেকে শুরু করে সুইচ বোর্ড পর্যন্ত সবকিছু। তবে আপনি কি জানেন ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পরিষ্কার রাখা যায় সুইচবোর্ড (Switchboard Cleaning Remedies)?

Advertisements

যদি এই ময়লা আপনি না পরিষ্কার করেন তাহলে জেদী ময়লার স্তর জমে যায় এবং জিনিসের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। আপনার বাড়িতেও কি এরকমই পরিস্থিতি? তাহলে কি করবেন এখন? এই জেদী ময়লার হাত থেকে বাঁচতে জেনে নিন কিছু সহজ ঘরোয়া টিপস (Switchboard Cleaning Remedies)। আপনার পুরনো এবং নোংরা সুইচ বোর্ড হয়ে যাবে একেবারে ঝা চকচকে।

Advertisements

সুইচবোর্ড এর এই কালো এবং হলুদ রং তুলতে আপনাকে বাইরে থেকে কিছু আনতে হবেনা, এর সমাধান লুকিয়ে আছে আপনার বাড়িতেই। বাড়িতে বসে সহজেই আপনি এগুলি পরিষ্কার করতে পারবেন। জানেন কি রান্নাঘরের কোন জিনিস দিয়ে আপনি সুইচবোর্ডের ময়লা পরিষ্কার করতে পারবেন (Switchboard Cleaning Remedies)।? না জানলে আজই জেনে নিন এই প্রতিবেদন থেকে।

Advertisements

সুইচবোর্ড পরিষ্কার (Switchboard Cleaning Remedies) করার সময় অবশ্যই বাড়ির প্রধান বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে, এতে প্রাণনাশের আশঙ্কা থাকেনা। তবে সুইচবোর্ড পরিষ্কার করার সময় অবশ্যই রাবারের গ্লাভস পরে নেবেন এবং ভাই রাখবেন শুকনো চপ্পল। সুইচ বোর্ড পরিষ্কার করার জন্য ঘরে থাকা বেকিং সোডার সাথে মিশিয়ে নিতে পারেন লেবুর রস।

এরপর এই মিশ্রণটিকে একটি পুরনো টুথব্রাশের সাহায্যে সুইচ বোর্ডের ওপরে ঘষুন, দেখবেন খুব সহজে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাচ্ছে। ভিনেগারের সাহায্যে সুইচবোর্ড পরিষ্কার করা যায়। এক কাপ জলে দুই চামচ ভিনেগার এবং এক চামচ লেবুর রশ মিশিয়ে সেই মিশ্রণটিকে সুইচ বোর্ডের উপর লাগালে তার উপর লেগে থাকা ময়লা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আপনার সুইচ বোর্ড আগের থেকে অনেক বেশি উজ্জ্বল হবে।

Advertisements