এই পদ্ধতিতে আধার সুরক্ষিত রাখুন আপনার আধার, নাহলে পড়তে হতে পারে সমস্যায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে অন্যান্য নথির তুলনায় গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড। আধার কার্ড না থাকলে প্যান কার্ড অচল, আধার কার্ড না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সমস্যা, সরকারি বিভিন্ন প্রকল্প থেকে সুবিধা না পাওয়া ইত্যাদি সমস্যা রয়েছে। এর পাশাপাশি বর্তমানে আধার কার্ড স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়ে পড়ছে।

Advertisements

অন্যদিকে আবার এই আধার কার্ড সঠিকভাবে সুরক্ষিত না রাখার কারণে বহু মানুষকে প্রতারণার সম্মুখীন হতে হচ্ছে। কারণ আধারের অপব্যবহার করে প্রতারকরা টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি নানান অসামাজিক কাজকর্ম করে ফেলছে। এমন পরিস্থিতিতে আধার কার্ড বা আধার নম্বর সুরক্ষিত রাখা খুব প্রয়োজন।

Advertisements

১) আধার কার্ড ডাউনলোড করার জন্য কেবলমাত্র কেন্দ্র সরকার প্রদত্ত অর্থাৎ UIDAI অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে। অন্য কোন ওয়েবসাইট থেকে বা ফোনে আসা কোন লিংক থেকে আধার কার্ড ডাউনলোড করা একেবারেই উচিত নয়।

Advertisements

২) আধার কার্ড ডাউনলোড করার জন্য পাবলিক কম্পিউটার অথবা সাইবার ক্যাফে ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় সব সময়। কারণ এই সকল কম্পিউটার ম্যালওয়ার দ্বারা আক্রান্ত হতে পারে। এছাড়াও পাবলিক কম্পিউটারে আধার কার্ড ডাউনলোড করলে সেটি সেখানে থেকে যেতে পারে।

৩) বিশেষজ্ঞরা সবসময় আধার অথেন্টিকেশন হিস্ট্রি চেক করতে বলেন। এর ফলে কোথায় কোথায় আপনার আধার নম্বর ব্যবহার হচ্ছে তা বোঝা যায়। UIDAI ওয়েবসাইটে এই আধার ব্যবহারের হিস্ট্রি ৬ মাসের দেখানো হয়ে থাকে। এক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় আপনার আধার নম্বরের অপব্যবহার হচ্ছে কিনা। কোন অসঙ্গতিপূর্ণ বিষয়ে দেখলে সঙ্গে সঙ্গে ১৯৪৭ অথবা help@uidai.gov.in এ অভিযোগ জানানো যেতে পারে।

৪) M-Aadhaar -এ সবসময় চার ডিজিটের পাসওয়ার্ড সেট করে রাখতে হবে। এতে অনলাইনে অন্য কেউ আপনার আধার অ্যাকসেস করতে পারবে না।

৫) UIDAI যে কোন ক্ষেত্রে VID বা মাস্কড আধার ব্যবহার করার পরামর্শ দেয়। এতে প্রতারণার মতো ঘটনা অনেকটাই রুখে দেওয়া সম্ভব।

Advertisements