বাসেই মিলবে খাবার ও বিনামূল্যে জল, বাসযাত্রাকে আরও আরামদায়ক করছে রাজ্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দূরপাল্লার একঘেয়েমি বাসযাত্রা দূর করতে এবার নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্য পরিবহণ দপ্তরের তরফ থেকে দূরপাল্লার বাসে বিমান এবং রেল যাত্রার মত খাবার ও জল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি সময় পার করার জন্য সংবাদপত্রের ব্যবস্থাও করা হচ্ছে। ইতিমধ্যে একটি রুটে এই সকল চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Advertisements

Advertisements

পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীদের একঘেয়েমি বা যাত্রাকে দূর করতেই এই পদক্ষেপ। যাত্রীদের সুবিধার্থে আপাতত একটি রুটে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু করা হয়েছে। যেখানে বাস যাত্রার সময় বাসে যাত্রীদের হালকা খাবার এবং বিনামূল্যে দেওয়া হবে জল। বৃহস্পতিবার থেকে এই পরিষেবা চালু হচ্ছে। WBTC-র সিউড়ি থেকে ভায়া বোলপুর হয়ে কলকাতা যাওয়ার যে বাসটি রয়েছে সেই বাসে এই পরিষেবা চালু হচ্ছে।

Advertisements

এই পরিষেবায় কি কি সুবিধা পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের ঘোষণা অনুযায়ী, বিনামূল্যে ৫০০ মিলিমিটারের একটি জলের বোতল পাওয়া যাবে। তবে এর থেকেও যদি কেউ অতিরিক্ত জল নিতে চান তাহলে তাকে আলাদা করে খরচ বহন করতে হবে।

বাসেই তৈরি করা হচ্ছে নিউজ পেপার কর্নার। যেখানে পাওয়া যাবে হিন্দি, ইংরেজি এবং বাংলা ভাষায় সংবাদপত্র। যেগুলি বাসযাত্রার সময় পড়তে পারবেন যাত্রীরা।

বাসে থাকবে ফুড কর্ণার। যেখান থেকে পাওয়া যাবে হালকা ধরনের খাবার যেমন প্যাকেজড স্ন্যাকস, বিস্কুট ইত্যাদি। তবে এই সকল খাবার নেওয়ার জন্য যাত্রীদের আলাদা করে খরচ বহন করতে হবে। এর ফলে দূরপাল্লার যাত্রার সময় খাবারের জন্য অথবা জলের জন্য যাত্রীদের বাস থেকে নামতে হবে না।

এর পাশাপাশি আগামী দিনে এইসকল দূরপাল্লার ভলভো বাসগুলিতে ওয়াইফাই পরিষেবা চালু করার পরিকল্পনাও রয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের। এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রজনবীর সিং।

Advertisements