নিজস্ব প্রতিবেদন : পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে কোন যুবক-যুবতীর হয় না। কিন্তু বর্তমানে দেশের জনসংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়া এবং কর্মসংস্থান কমে যাওয়ায় এই স্বপ্ন থেকে অনেকেই বিচ্যুত হন। এবার যারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ান তাদের জন্য দারুণ সুযোগ নিয়ে এলো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া।
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে চাকরিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের তরফ থেকে ৫ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। এই সকল শূন্যপদে নিয়োগের জন্য ৫ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। ২০২৩ সালের জানুয়ারি মাসে এই পরীক্ষা নেওয়া হবে।
ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এই সকল শূন্য পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট https://fci.gov.in/ -এ। সাধারণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের আবেদন ফি হিসাবে জমা দিতে হবে ৫০০ টাকা। তবে যারা সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থী রয়েছেন তাদের কোনরকম আবেদন ফি জমা দিতে হবে না।
জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য যারা আবেদন করবেন তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে ইঞ্জিনিয়ারিং পাস। স্টেনো গ্রেড-২ শূন্য পদে যারা আবেদন করবেন তাদের স্নাতক হওয়ার পাশাপাশি প্রতি মিনিটে হিন্দিতে ৪০টি এবং ইংরেজিতে ৮০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড ৩ পদের জন্য যারা আবেদন করবেন তাদের স্নাতক হওয়ার পাশাপাশি কম্পিউটার জানা বাধ্যতামূলক।
আবেদন করার জন্য আবেদনকারীদের প্রথমেই এফসিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে Recruitment Advertisement No. 01/ 2022-FCI Category-III dated 03.09.2022. NEW! খুঁজে ক্লিক করতে হবে। তারপর সেখানে আবেদনের জন্য যা যা চাওয়া হবে সেই সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে তা সাবমিট করতে হবে।