মাথায় হাত Swiggy-Zomato-র, এবার খাবার ডেলিভারি দেবে সরকারি অ্যাপ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান ডিজিটাল যুগে এখন বাড়িতে বসেই মিলছে প্রয়োজনীয় সবকিছু। জামা কাপড় কেনা থেকে শুরু করে খাবার কোন কিছুর জন্যই এখন আর ছুটে যেতে হয় না দোকানে। বাড়িতে বসে বিভিন্ন সংস্থার অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার দিলেই তা বাড়িতে চলে আসে। এই ধরনের ডেলিভারি অ্যাপের ক্ষেত্রে এখন আবার সবচেয়ে জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপগুলি।

Advertisements

প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গার লক্ষ লক্ষ গ্রাহক এই ধরনের ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে রেস্তোরাঁর প্রয়োজনীয় খাবার অর্ডার করে থাকেন। আবার এই ধরনের ফুড ডেলিভারি অ্যাপের মধ্যে জনপ্রিয় যে সকল অ্যাপ রয়েছে তাদের মধ্যে প্রথমেই নাম আসে Swiggy-Zomato-র। এই সকল অ্যাপের কোটি কোটি গ্রাহক রয়েছে ভারতের মতো মার্কেটে।

Advertisements

তবে এবার দেশের জনপ্রিয় এই সকল অ্যাপের মাথায় হাত পড়তে চলেছে। কারণ এই সকল জনপ্রিয় অ্যাপকে এবার টেক্কা দিতে বাজারে এসে গেল সরকারি অ্যাপ। এবার সরকারি ওই অ্যাপের মধ্যে দিয়েই খাবার ডেলিভারি দেওয়া হবে। সরকারি এই অ্যাপ তৈরি করা হয়েছে মোদি সরকারের তৎপরতায়। এর ফলে সুইগী, জমেটো ইত্যাদির মত অ্যাপগুলির একচেটিয়া ব্যবসা আর থাকবে না।

Advertisements

মোদি সরকারের তরফ থেকে ফুড ডেলিভারি দেওয়ার জন্য যে অ্যাপটি আনা হয়েছে তার নাম হলো ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কর্মাস (ONDC)। এই প্লাটফর্ম অল্প খরচে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেবে খাবার। তবে এই অ্যাপ আলাদা কোন অ্যাপ নয়। এটি বিভিন্ন ফুড ডেলিভারি সংস্থার সঙ্গে সংযুক্ত হয়ে পরিষেবা প্রদান করবে। অনেকটা ইউপিআই-এর মত।

ফুড ডেলিভারি সহ অন্যান্য ডেলিভারি অ্যাপগুলির একচেটিয়া ব্যবসা ঠেকানোর জন্য গত বছর সেপ্টেম্বর মাসে এমন প্ল্যাটফর্ম লঞ্চ করা হয়। তবে এবার এই প্ল্যাটফর্ম জোর কদমে কাজ শুরু করছে। এই প্লাটফর্মের মধ্য দিয়ে খাবার অর্ডার করার জন্য গ্রাহকদের পেটিএম, ম্যাজিকপিন, মাইস্টোর অ্যাপ, পিনকোড অ্যাপ, স্পাইস মানি অ্যাপ, মিশো অ্যাপ বা ক্রাফ্টভিলা অ্যাপ অ্যাকসেস করতে হবে। তার মাধ্যমে খাবার অর্ডার করলে ONDC-র অফার পাওয়া যাবে। এই পদ্ধতিতে খাবার অর্ডার করলে খরচ অনেক কম হবে। কারণ সুইগি, জমেটো সহ অন্যান্য যে সকল অ্যাপ রয়েছে তারা রেস্তোরাঁ থেকে অন্ততপক্ষে ২৫ থেকে ৩০ শতাংশ কমিশন নিয়ে থাকে। সেই জায়গায় ONDC ২ থেকে ৪ শতাংশ কমিশন নেয়।

Advertisements