Ration কার্ডের সাথে Aadhaar লিঙ্ক করার অন্তিম সময়সীমা বেঁধে দিলো রাজ্য

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কেন্দ্র সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় Digital Ration কার্ডের সাথে মোবাইল নম্বর এবং Aadhaar লিঙ্ক করার। দীর্ঘ দিন ধরে এই প্রক্রিয়া চললেও এখনো পর্যন্ত তা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। যে কারণে এবার এই প্রক্রিয়ার অন্তিম সময়সীমা বেঁধে দেওয়া হল কেন্দ্রের তরফ থেকে। কেন্দ্রের তরফ থেকে অন্তিম সময়সীমা বেঁধে থাকার পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য দপ্তর এই প্রক্রিয়া শেষ করার জন্য সেই সময় সীমা অনুযায়ী নির্দেশিকা প্রকাশ করলো।

Advertisements

Advertisements

খাদ্য দপ্তরে নির্দেশ অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর এবং আধার সংযুক্তিকরণের কাজ সমাপ্ত করতে হবে। এর পরিপ্রেক্ষিতে খাদ্য দপ্তর রাজ্যের প্রতিটি রেশনিং ডেপুটি ডিরেক্টরদের নির্দেশ দিয়েছে। পাশাপাশি একই নির্দেশ পৌঁছেছে জেলার জেলাশাসক এবং জেলা খাদ্য ও সরবরাহ নিয়ামকদের কাছে।

Advertisements

Digital Ration কার্ডের সাথে Aadhaar লিঙ্ক করার সহজ পদ্ধতি

১) Digital Ration কার্ডের সাথে Aadhaar লিঙ্ক ও মোবাইল নম্বর সংযুক্ত করার জন্য উপভোক্তাদের নির্দিষ্ট রেশন দোকানে যোগাযোগ করতে হবে।

২) সেখানে রেশন ডিলার ই-পস যন্ত্রের সাহায্যে আপনার Digital Ration কার্ডের সাথে Aadhaar লিঙ্ক ও মোবাইল নম্বর সংযুক্ত করার প্রক্রিয়া শুরু করে দেবে।

Digital Ration কার্ডের সাথে Aadhaar লিঙ্ক ও মোবাইল নম্বর সঙ্গে যুক্ত থাকার সুবিধা

১) Digital Ration কার্ডের সাথে Aadhaar লিঙ্ক ও মোবাইল নম্বর সংযুক্ত থাকলে উপভোক্তার অনুমতি ছাড়া অন্য কেউ রেশন তুলতে পারবেন না।

২) রেশন কার্ড রেশন দোকানে নিয়ে না গেলেও মোবাইল নম্বর অথবা আধার নম্বরের ভিত্তিতে উপভোক্তারা রেশন তুলতে পারবেন।

৩) রেশম সংগ্রহ হলেই উপভোক্তার মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে এবং জানিয়ে দেওয়া হবে রেশন তোলার বিষয়ে।

৪) প্রাপ্য রেশন মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানা যাবে।

৫) রেশন দোকান খোলা অথবা বন্ধের দিনগুলি এসএমএস আকারে জানতে পারবেন উপভোক্তারা।

Advertisements