প্রসূন দাস : করোনা সংক্রমণের চেন ব্রেক করতে রাজ্য সরকারের তরফে জারি করা হয়েছে কঠোর বিধি-নিষেধ। আর বিধি নিষেধ চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব এগিয়ে আসছে দিন আনা দিন খাওয়া মানুষগুলির পাশে দাঁড়ানোর জন্য। সেরকমই এক নজিরবিহীন চোখে পড়ার মতো খাদ্যসামগ্রী অসহায়, দুঃস্থ গরীব মানুষদের হাতে তুলে দিলো বোলপুরের আর্য সংঘ ক্লাব।
এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী, তৃণমূলের অন্যতম জেলার নেতা সুদিপ্ত ঘোষ, ক্লাবের কর্মকর্তা রাজ কুমার সাহানি। বোলপুর পৌরসভার কাছারিপটি, বিবেকানন্দ পল্লী, হাটতলা এই সমস্ত পাড়ার প্রায় পাঁচ হাজার অসহায় গরীব মানুষদের নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হল। চাল, ডাল, সরষের তেল, সয়াবিন বড়ি এছাড়াও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় প্যাকেট খুলে দেওয়া হলো সাধারণ মানুষকে। শাসক দল তৃণমূল কংগ্রেসের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত স্তরের মানুষ।