নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পথ চলা শুরু করল শুক্রবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন হয়। বাংলায় প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পথ চলাকে ঘিরে প্রতিটি মানুষের মধ্যেই দেখা যায় আলাদা উৎসাহ উদ্দীপনা এবং কৌতূহল।
এই সকল কৌতুহলের মধ্যে রয়েছে টিকিটের দাম, কোন কোন স্টেশনে স্টপেজ দেবে, ট্রেনে কি কি সুবিধা ইত্যাদি। এই সকল অধিকাংশ সুবিধা রাজ্যের মানুষেরা জেনে গিয়েছেন। এরই মধ্যে আরও একটি খবর ছড়িয়ে পড়েছে তা হল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের টিকিটেই নাকি রয়েছে বিনামূল্যে খাওয়া দাওয়া।
কিন্তু তা নয়। যাত্রীরা তাদের সফরকালে যদি খাবার নিতে চান তাহলে তাদের আলাদা করে টাকা দিতে হবে। টিকিট বুকিং করার সময় খাবার নেবেন, না নেবেন না তা যাত্রীরা নিজেদের পছন্দ মত অপশন অনুযায়ী বেছে নিতে পারেন। যাত্রীদের পছন্দের পরিপ্রেক্ষিতেই তাদের পরিষেবা প্রদান করবে বন্দে ভারত এক্সপ্রেস।
খাবারের ক্ষেত্রে ভেজ এবং ননভেজ দুরকম অপশন রাখা হয়েছে। সিসি কামরার যাত্রীদের ভেজ খাবারের জন্য দিতে হবে মাথাপিছু ৩২৫ টাকা। ইসি কামরার যাত্রীদেরও ভেজ খাবারের জন্য দিতে হবে ৩৮০ টাকা। অন্যদিকে সিসি ও ইসি দুই কামরার যাত্রীদের ননভেজ খাবারের জন্য দিতে হবে ৩২৫ টাকা। মোটের উপর বন্দে ভারত এক্সপ্রেসে যারা খাবার নেবেন তাদের ৩৮০ টাকা করে বাড়তি দিতে হবে।
শুক্রবার ট্রেনটি যাত্রা শুরু করার পর যাত্রীদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ফ্রুট জুস দেওয়া হয়। জলখাবারে ছিল স্যান্ডুইচ, ফিস ফিঙ্গার, খাস্তা কচুরি এবং মিষ্টি। দুপুরের খাবারে দেওয়া হয় পিস পোলাও, চিকেন কষা, সবজি, পরোটা, রসগোল্লা এবং টক দই। তবে এই টাকায় যে খাবার দেওয়া হচ্ছে তা রীতিমত সোনায় সোহাগা।