Food Rescue in Zomato: জোম্যাটো থেকে বাতিল করা খাবার কিনুন একেবারে কম দামে, কেন এই অভিনব প্রচেষ্টা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Food Rescue in Zomato: আধুনিক যুগে বাড়িতে বসে স্মার্টফোনের দ্বারা যে কোন ইচ্ছেই পূরণ করা সম্ভব। এর জন্য যেতে হবেনা বাড়ির বাইরে। প্রয়োজনীয় বিভিন্ন জিনিস থেকে শুরু করে লোভনীয় খাবার সবকিছু ফোনের দ্বারা চলে আসছে একেবারে বাড়ির উঠোনে। কিন্তু সবসময় বাইরের অর্ডার করা খাবার খেতে ভালো নাই লাগতে পারে, তখন কি হবে? বাধ্য হয়েই তখন অর্ডার করা খাবার বাতিল করতে হয়। কিন্তু সেই বাতিল করা খাবার অবশেষে নষ্ট হচ্ছে। অনলাইন খাদ্য সরবরাহকারী এই অ্যাপের উদ্যোগে আর কোন খাবার নষ্ট হবে না।

Advertisements

অফিস থেকে ফেরার পথে নিজের মনের মতো লোভনীয় খাবার অর্ডার দিয়েছেন অনলাইন অ্যাপের দ্বারা। এদিকে বাড়ি গিয়ে দেখছেন গিন্নি ভালোবেসে রান্না করেছে পোলাও মাংস। তখন পড়েছেন মহাবিপদে, গিন্নির হাতের খাবার না খেলে তো কপালে দুর্ভোগ। অবশেষে অর্ডার করা খাবার বাতিল করতে হবে তড়িঘড়ি। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই বাতিল করা খাবারগুলো কোথায় যাচ্ছে? বেশিরভাগ সময় এগুলো নষ্ট হয়।

Advertisements

আরো পড়ুন: ফুলকপিও হতে পারে শারীরিক ক্ষতির কারণ, বিশেষ কিছু মানুষের উচিত সতর্কতা অবলম্বন করা

খাদ্য সরবরাহকারী সংস্থা ‘জোম্যাটো’ খাদ্য অপচয় আটকানোর জন্য এক অভিনন্দন প্রচেষ্টা চালু করেছে। ‘ফুড রেসকিউ’ (Food Rescue in Zomato) নামে বিশেষ একটি পরিষেবা চালু করেছে তারা। অনেক সময় গ্রাহকেরা তাদের অর্ডার বাতিল করে দেয়, এরফলে বহু খাবার নষ্ট হয়ে যায়। বাতিল করা ওই সমস্ত খাবার প্রায় অর্ধেক দামে কিনে নেওয়ার সুযোগ দিচ্ছে জোম্যাটো। ওই সংস্থার প্রধান দীপেন্দ্র গোয়েল নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এই কথা জানিয়েছেন। তার এই অভিনব প্রচেষ্টাকে সত্যিই কুর্নিশ জানাতে হয়। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতি মাসে প্রায় ৪ লক্ষ অর্ডার বাতিল হয়। এই পরিমাণে খাবারের অপচয় মানে তো আর্থিক ক্ষতিও বটে! তাই অভিনব এই পন্থা নিয়েছে সংস্থা।

Advertisements

আরো পড়ুন: বাড়িতে বসে সহজেই নতুনের মত করে ফেলুন পুরনো সোনা, রুপো, জানুন পদ্ধতি

ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার এই পোস্ট (Food Rescue in Zomato) এবং অনেকে আগ্রহ প্রকাশ করেছে। কিভাবে কেনা যাবে এই বাতিল করা খাবার তা জানতে কিন্তু অনেকেই আগ্রহী। অনলাইন খাদ্য সরবরাহকারী এই সংস্থা জানিয়েছে যে, যে এলাকা থেকে খাবারের অর্ডার বাতিল করা হয়েছে, তার তিন কিলোমিটারের মধ্যে থাকা সব গ্রাহকের কাছে ‘বিশেষ’ বার্তা পৌঁছবে। তারা চাইলে এই খাবার কম দামে কিনে নিতে পারবে।

অনেক সময় দেখা গেছে খাবারের মান সংক্রান্ত ‘মিথ্যে’ সমস্যা দেখিয়ে অর্ডার বাতিল করছে গ্রাহকেরা। তারা খাবারের মূল্য ফেরত চেয়ে নেন। যদি সঠিক তথ্যপ্রমাণ দেখানো না যায় তাহলে কিন্তু সংস্থার পক্ষ থেকে টাকা ফেরত দেওয়া হয় না। সেইসব অর্ডারের ক্ষেত্রেই এই বিশেষ সুবিধা (Food Rescue in Zomato) পাওয়া যাবে বলে জানিয়েছে এই সংস্থা।

Advertisements