ভারতবর্ষের এই সকল রাজ্যের রয়েছে একের বেশি রাজধানী, অনেকেই জানেন না

Antara Nag

Published on:

Advertisements

ভারতবর্ষ ( India) অতুলনীয় এক দেশ। এই দেশের ইতিহাসও অভূতপূর্ব। তবে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিসও আছে আমাদের ভারতবর্ষে। আর সেই জিনিসগুলো অদ্ভুত হলেও সেগুলো সত্যি। এই যেমন আমাদের দেশে এমন অনেক রাজ্য আছে যেগুলির একাধিক রাজধানী (State with multiple Capital) আছে।

Advertisements

উত্তরাখণ্ড (Uttarakhand) রাজ্যটি একটি ছবির মত রাজ্য। এখানে একাধিক পর্যটন স্থান আছে। সারা বছরই পর্যটকের ভিড় এখানে লেগেই থাকে। এটি আবার দেবতাদের দেশ নামেও পরিচিত। তাই মানুষ একবার গেলে বারবার বেড়াতে যেতে চায় এই উত্তরাখন্ডে। কিন্তু এখানে শীতের প্রকোপ প্রবল। তাই এখানে গ্রীষ্মকালীন ও শীতকালীন ভেদে দুটি রাজধানী আছে। এখানে গ্রীষ্মকালীন রাজধানী হলো গেরসাইন এবং শীতকালীন রাজধানী হল দেরাদুন।

Advertisements

হিমাচল প্রদেশ (Himachal Pradesh) ভারতের উত্তর দিকে অবস্থিত একটি রাজ্যটি। যার প্রাকৃতিক দৃশ্য দেখে মোহিত হয়ে যায় পর্যটকরা। বছরের কিছুটা সময় তুষারপাতও হয় এখানে। এই রাজ্যে মানুষ গরমের ঠান্ডা উপভোগ করতে আসেন, আবার প্রবল ঠান্ডা বরফ দেখতেও আসেন। তবে অবাক করার বিষয় হলো হিমাচল প্রদেশের দুটি রাজধানী রয়েছে। এখনকার শীতকালীন রাজধানী ধর্মশালা এবং গ্রীষ্মকালীন রাজধানী শিমলা।

Advertisements

ভারতের আরেকটি অন্যতম রাজ্য হল অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)। এই রাজ্যটি দ্রাবিড় শৈলির নানারকম স্থাপত্যের জন্য বিশেষ বিখ্যাত। নানা দেবদেবীর প্রাচীন মূর্তিও এখানে দেখা যায়। তবে অবাক করার বিষয় হলো এই রাজ্যের একটি বা দুটি নয়, রয়েছে একাধিক রাজধানী। অন্ধ্রপ্রদেশের প্রথমে রাজধানী ছিল হায়দ্রাবাদ, বর্তমান রাজধানী অমরাবতী। এই রাজ্য ২০২০ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভায় একটি প্রস্তাব পাস করায় যেখানে বলা হয়েছিল বিশাখাপত্তনমকে তারা কার্যবাহিনী রাজধানী করতে চায় এবং পাশাপাশি কুর্নুলকে তারা বিচারিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।

ভারতের অন্যতম একটি রাজ্য হল মহারাষ্ট্র (Maharastra) যার কথা সকলেই আমরা জানি। মহারাষ্ট্রের ক্রন্দন বিন্দু মুম্বাই নগরী। মায়া নগরী নামে পরিচিত। আর এটি মহারাষ্ট্রের রাজধানী ও বটে তবে মহারাষ্ট্রের মুম্বাই ছাড়াও আরেকটি রাজধানী আছে যেটিতে শীতকালীন রাজধানী হিসেবে বিবেচনা করা হয় আর সেটির নাম হল নাগপুর তথ্যের বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় ১৯৫৩ সালে একটি রাজনৈতিক চুক্তি হয়েছিল যার অধীনে নাগপুরকে শীতকালীন রাজধানী হিসেবে ঘোষণা

Advertisements