ভোটে কি প্রার্থী হবেন! খোলসা করলেন শোভন-বৈশাখী

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের প্রচার, পাশাপাশি আগামী ৭ই মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সমাবেশের প্রচারে এসে মঙ্গলবার বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী ব্যানার্জি রামপুরহাটে একটি রোড শো করেন। আর এই রোড শো শেষে দুজনে সাংবাদিকদের মুখোমুখি হলে প্রশ্ন ওঠে বিধানসভার প্রার্থী হতে চলেছেন?

সেই প্রশ্নের উত্তরে বৈশাখী ব্যানার্জি জানান, “ভোটে দাঁড়ানোর বিষয়টি উচ্চ নেতৃত্তের বিষয়। যে দাঁড়াবে তার হয়ে আমরা প্রচার করবো। যেই দাঁড়াক না কেন সবাই বিজেপির প্রার্থী। সবার হয়ে আমরা প্রচার করবো।”

ভোটে দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে শোভন চ্যাটার্জি জানান, “ভোটে দাঁড়ানোর আমাদের ইচ্ছা নয়। আমি জীবনে অনেক নির্বাচনে দাঁড়িয়েছি। অনেক নির্বাচন জিতিয়েছি। অনেক বিধায়ক তৈরি করেছি। অনেক পৌরবোর্ড তৈরি করেছি। আমি নিজে জানি, নিজে জেতার বিষয় নয়। দলকে জেতানো এবং দলকে প্রতিষ্ঠা করা সবথেকে বড় বিষয়। আর এটাই এখন আমার লক্ষ্য।”

ভোটে দাঁড়ানো নিয়ে মুখ খোলার পাশাপাশি বৈশাখী ব্যানার্জি এদিন তার বিরুদ্ধে ওঠা অপপ্রচারের বিরুদ্ধেও মুখ খোলেন। তিনি বলেন, “দেখুন ব্যক্তি কুৎসা থাকবে। ব্যক্তি অপপ্রচার থাকবে। কিন্তু ব্যক্তি অপপ্রচার তারাই করে যাদের কাছে রাজনৈতিক কোনো ইস্যু নেই। উনারা রাজনৈতিকভাবে দেউলিয়া পনায় পৌঁছে গেছেন। উনাদের বিদায় ঘন্টা বেজে গেছে সেই জন্য উনারা অকথা, কুকথার আশ্রয় নিচ্ছেন।”

[aaroporuntag]
মোটের উপর এদিন দুজনেই ভোটে দাঁড়ানোর বিষয়টিকে সম্পূর্ণভাবে উচ্চ নেতৃত্বে ঘাড়ে ছেড়ে দিয়েছেন।