doing this small task the water tank of the house will be cleaned within 1 minute: দৈনন্দিন জীবন জল ছাড়া চলতে পারেনা। আর জল যদি পরিষ্কার না হয় তাহলে তা শরীরে নানা রকম রোগের সৃষ্টি করে। বিশেষ করে খাবার জল সর্বদাই পরিষ্কার রাখা উচিত এবং তা থাকে ট্যাংকের মধ্যে। সেই ট্যাংকের থেকে পাইপ দিয়ে জল ঘরের ভেতরে আনা হয়। কিন্তু ট্যাংকের ভেতর পানীয় জল থাকতে থাকতে তা দূষিত হয়ে যায় আর আপনি তা জানতেও পারেন না। কিন্তু জলের ট্যাংক আপনি নিমিষেই পরিষ্কার করতে পারবেন (Water tank cleaning) এই পদ্ধতি অবলম্বন করে।
ট্যাংকে থাকা জল যতই পরিষ্কার থাক না কেন কোন এক সময় তার নোংরা হয়ে শারীরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই আমাদের অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং জলের ট্যাংক নোংরা হলেই তা পরিষ্কার করতে হবে (Water tank cleaning)। মানুষের অজান্তেই জলের মধ্যে ট্যাংকে বিভিন্ন রকম শ্যাওলা ও ব্যাকটেরিয়া জন্মায়, যা জলের সাথে মিশে যায়। আপনি যদি সেই জল ফুটিয়ে খান তাও আপনার রোগ অবশ্যম্ভাবী।
অবশ্যই উচিত যে ট্যাংকে আপনি পানীয় জল রাখেন তা বছরে একবার ভালোভাবে পরিষ্কার করা। তাহলে তা জীবাণুমুক্ত হওয়া সম্ভব। এই পদ্ধতি অবলম্বন করলে আপনি নিশ্চিন্তে পানীয় জল খেতে পারবেন। এবার তাহলে জেনে নিন কিভাবে চটজলদি আপনি জলের ট্যাংক পরিষ্কার (Water tank cleaning) করতে পারবেন। আজকের প্রতিবেদনে তা বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
প্রথমে ট্যাংকের কল খুলে সমস্ত জল বের করে নেবেন। কিন্তু একেবারে তলার জল কোনোভাবে বের করা সম্ভব হয় না। বাল দিয়ে কিংবা মগের সাহায্যে সেই জল বের করে ফেলতে হয়। খালি ট্যাংকের সাইজ অনুযায়ী গরম জল এবং ডিটারজেন্ট পাউডার মিশিয়ে ক্লিনিং সলিউশন তৈরি করে ফেলুন। একটি নাইলনের ব্রাশ কিংবা স্পঞ্জ সেই ক্লিনিং সলিউশনে ডুবিয়ে ট্যাংকের ভেতরটা নিমেষের মধ্যে ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবেন। যদি কোনো কারনে ট্যাংকের দেওয়াল ডিটারজেন্ট জলে পরিষ্কার না হয়, তাহলে বেকিং সোডা দিয়ে তা পরিষ্কার করতে পারেন। যতক্ষণ না ট্যাংকের জয়েন্ট কিংবা দেওয়ালের ময়লা ঠিকভাবে পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ঘষে তোলার চেষ্টা করুন। কঠিন জায়গার ময়লা তুলতে জল স্প্রে করুন, তারপর ট্যাংকের নলটি খুলে দিন যাতে ময়লা জল বেরিয়ে যেতে পারে।
ক্লিনিং সলিউশন জলের পাইপের মধ্যেও ঢেলে দেবেন এতে পাইপে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে খুব সহজেই। পরিষ্কার করার ট্যাংক জীবাণুমুক্ত করার জন্য ক্লোরিন ব্লিচ ঢেলে দিন। কতটুকু পরিমাণে ঢালতে হবে তার জন্য নির্দিষ্ট একটি মাপ আছে। ২৫০ গ্যালন ট্যাঙ্কের জন্য ৪ কাপ ব্লিচ, ৫০০ গ্যালন ট্যাঙ্কের জন্য আধা গ্যালন ব্লিচ, ৭৫০ গ্যালন ট্যাঙ্কের জন্য পৌনে এক গ্যালন ব্লিচ, ১০০০ গ্যালন ট্যাঙ্কের জন্য পুরো এক গ্যালন ব্লিচ লাগবে। চার ভাগের তিন ভাগ পরিষ্কার জল দিয়ে ভরে নিন এবং তাতে এই ব্লিচ ঢালবেন। বাকি অংশ জলপূর্ণ করলে ব্লিচ জলের সঙ্গে ভাল ভাবে মিশে যাবে। ২৪ ঘন্টা ট্যাঙ্ক ওভাবেই রেখে দিন। তারপর কল খুলে ক্লোরিন জল বের করে দিন। তলানির জলের জন্য আগের মতোই তোয়ালে এবং ভ্যাকুয়াম ব্যবহার করুন। পরিষ্কার করার পর ভালোভাবে ট্যাংক শুকিয়ে নেবেন এবং অন্তত ৭/৮ ঘন্টা খালি রাখলে ভালো হয়।