Janaushadhi Kendras: স্টেশনে নেমে দৌড়াদৌড়ির দরকার নেই, হাতের কাছেই মিলবে ওষুধ

Prosun Kanti Das

Published on:

Advertisements

For the convenience of passengers, there are public medicine centers at special stations: যুগের সাথে তাল মিলিয়ে ভারতীয় রেলওয়ে দিনের পর দিন নিজেদের পরিষেবাকে আরো উন্নত করে তুলেছে। ভারতীয় রেলওয়ের সাফল্যের অন্যতম নিদর্শন হলো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, যা রেল ব্যবস্থায় গতি এনেছে। পাশাপাশি রেল ব্যবস্থার পরিকাঠামোর দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই ভারতে তৈরি হতে চলেছে গতি সম্পন্ন বুলেট ট্রেন। তবে সব কিছুর মূলেই রয়েছে যাত্রী পরিষেবা। সম্প্রতি ভারতীয় রেলের এক নতুন উদ্যোগ চমকে দেবে আপামর জনগণকে। এবার জনঔষধি কেন্দ্র (Janaushadhi Kendras) থেকে পেয়ে যাবেন যাবতীয় প্রয়োজনীয় ঔষধপত্র।

Advertisements

ভারতীয় রেলের এই চমকপ্রদ পদক্ষেপ শুধুমাত্র যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র (Janaushadhi Kendras) প্রতিষ্ঠার জন্য রেলওয়ে স্টেশনগুলিতে একটি পরিকাঠামো ব্যবস্থা গ্রহণ করা হলো। উদ্বোধনী পর্বের জন্য নয়া এই উদ্যোগটি গোটা দেশের মোট ৫০টি বিশেষ রেল স্টেশনে শুরু করা হবে বলে জানা গিয়েছে। যা আস্তে আস্তে দেশের অন্যান্য স্টেশনগুলিতেও চালু করা হবে।

Advertisements

সূত্রের মাধ্যমে জানা যায় যে, আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধ কেন্দ্রগুলিকে (Janaushadhi Kendras) ‘আকাঙ্খিত যাত্রী সুবিধা’ হিসাবে মনোনীত করা হবে৷ যারফলে স্টেশনগুলির প্রচলন এলাকা এবং কনকোর্সের মধ্যে এই কেন্দ্রগুলি প্রতিষ্ঠা করা হবে বলে চিন্তা ভাবনা করা হচ্ছে৷ প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধ কেন্দ্র স্টলের নকশা তৈরি করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন, আহমেদাবাদ। যেসব নির্ধারিত আউটলেটগুলি তৈরি হবে তাতে লাইসেন্সধারীরা সব পরিচালনা করবে। বহু মানুষ ই-নিলামের মাধ্যমে এই লাইসেন্স নিতে পারবে।

Advertisements

তথ্যের মাধ্যমে জানা গেছে যে, স্টলগুলির অবস্থান কিন্তু চিহ্নিত করবে ভারতীয় রেল এবং ই-প্রকিউরমেন্ট সিস্টেম এর দ্বারা সফল দরদাতাদের জন্য স্টল বরাদ্দ করবে ভারতীয় রেল। এছাড়াও সফল দরদাতাদের ফার্মেসি পরিচালনার জন্য অবশ্যই দরকার অনুমতি এবং লাইসেন্স। ভারতীয় রেল ব্যবস্থার পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, জনঔষধ কেন্দ্রগুলির (Janaushadhi Kendras) ওষুধের স্টোরেজ এবং বিতরণ সংক্রান্ত সমস্ত বিধিবদ্ধ নিয়ম মেনে চলতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গুরুত্বপূর্ণ ৫০ টি স্টেশন এর মধ্যে সেকেন্দ্রাবাদ এবং তিরুপতি এবং ওড়িশার খুরদা রোড স্টেশনগুলি হলো গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে এই স্টেশনগুলোর উন্নতির জন্য যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমগ্র দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০৮টি রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পশ্চিমবঙ্গের শিয়ালদা, মালদা টাউন, বোলপুর, বর্ধমান জংশন, নিউ আলিপুরদুয়ার, নিউ মালদা জংশন, তারকেশ্বর ও রামপুরহাট জংশন সহ বিভিন্ন স্টেশনগুলি।

Advertisements