A woman paid a fine of Rs 1 lakh 36 thousand for driving a scooter in violation of traffic rules: জরিমানার অঙ্ক যখন স্কুটির দামের থেকেও বেশি হয় তখন তা স্বাভাবিকভাবেই মানুষকে অবাক করে দেয়। বেঙ্গালুরুতে সম্প্রতি এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এক মহিলা (Traffic Rule Violation) চালক মোট ২৭০ বার ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেছেন সত্যি এটি আশ্চর্যজনক। তার স্কুটির যা দাম তার থেকে চালান কাটা হয়েছে অনেক বেশি প্রায় ১.৩৬ লাখ টাকা। এমনকি সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে সেই ছবি। বেঙ্গালুরুর রাস্তায় হেলমেট ছাড়াই স্কুটি চালাতে দেখা গিয়েছে তাঁকে।
মহিলাটির স্কুটি হন্ডা অ্যাক্টিভার দামের থেকেও অনেক বেশি তার জরিমানা। সংবাদমাধ্যমের দ্বারা জানা গেছে যে, মহিলাটির স্কুটার বাজেয়াপ্ত করেছে পুলিশ (Traffic Rule Violation)। তার বিরুদ্ধে একাধিক নিয়ম লঙ্ঘন করার অভিযোগ রয়েছে। বেঙ্গালুরু মহিলা স্কুটি চালকের সেই কীর্তি দেখে চক্ষু চড়কগাছ সকলের।
তার নিয়ম ভাঙ্গার তালিকা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। যেমন – হেলমেট ছাড়াই স্কুটি চালানো, হেলমেট ছাড়া পিলিওন রাইডার নেওয়া, রাস্তার ভুল দিকে স্কুটি চালানো, স্কুটি চালানোর সময় মোবাইলে কথা বলা, ট্রাফিক সিগন্যাল না মানা-ইত্যাদি নিয়ম ভাঙ্গার (Traffic Rule Violation) অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার প্রমাণ হলো শহরের সিসিটিভি ফুটেজ।
তার স্কুটির দামের থেকেও অনেক বেশি হয়েছে তার জরিমানা। এর আগে এমন ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। এদেশে অনেকেই বেপরোয়া ভাবে গাড়ি চালান তাদের জন্য এটি একটি শিক্ষা। বিশেষ করে নতুন প্রজন্মকে দেখা যায় দেশের বিভিন্ন জায়গায় আইন নামে নেই গাড়ি চালাতে। এই ঘটনার মাধ্যমে সিসিটিভি ফুটেজের গুরুত্ব কতখানি সেটা সম্পর্ক সবাই জানতে পারবে।
আরো পড়ুন: গরম থেকে বাঁচতে গাড়িতে অনেকেই লাগাচ্ছেন এই জিনিস, তবে পুলিশ ধরলেই লাগবে ১০০০০ টাকা জরিমানা
আমাদের দেশে একাধিক শহরে ট্রাফিক পরিস্থিতি নজর রাখার জন্য এই ধরনের সিসি টিভি ইনস্টল করা আছে। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন করা হচ্ছে কিনা তা দেখার জন্য। এর ফলে কেউ নিয়ম ভাঙ্গলে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে চালান কাটা যাবে। আজকের ঘটনাটি সত্যিই বিরল, তার প্রমাণ হলো এই মহিলাটি (Traffic Rule Violation)।
রাস্তায় দুই চাকা নিয়ে বেরোনোর সময় অবশ্যই আপনাকে হেলমেট পড়তে হবে না হলে চালান কাটা হবে আপনার বিরুদ্ধে। বর্তমানে এ ব্যাপারে অনেকেই উদাসীন। হাইওয়ের মতো স্পর্শকাতর জায়গাতেও হেলমেট করতে দেখা যায় না অনেককেই। যার ফলে ভাই দুর্ঘটনার পরিমাণ ক্রমাগত বাড়তেই থাকে। মানুষকে ট্রাফিক দুর্ঘটনার ব্যাপারে আরো সচেতন হতে হবে যদিও এই সব নিয়ম নিয়ে কড়াকড়ি সরকার এবং ট্রাফিক পুলিশ। নিয়ম ভাঙতে দেখা গেলে ওই মুহূর্তেই তার নামে চালান তৈরি হয়ে যায়।