জঙ্গলে আগুন নেভাতে গেলেন বনমন্ত্রী, ‘নাটক’ দেখে হাসির রোল নেট দুনিয়ায়

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : উত্তরাখণ্ডে একের পর এক জঙ্গলে আগুন লাগার ঘটনায় পুড়ে যাচ্ছে পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। আর এই বিপর্যয় নিয়ে রাজ্যের বনমন্ত্রীর কোন না কোন হস্তক্ষেপ তো থাকতেই হবে। তাই কোনরকম দ্বিধাবোধ না করে নিজেই জঙ্গলে পৌঁছে গেলেন আগুন নেভাতে। কিন্তু তার এই ঘটনায় প্রশংসা তো দূরের কথা বরং তিনি হাসির খোরাক হয়েছেন। উত্তরাখণ্ডের বনমন্ত্রী হরক সিং রাওয়াতের কেমন হাসির খোরাক হওয়ার পিছনে রয়েছে তার ক্যামেরার সামনে নাটক।

Advertisements

উত্তরাখণ্ডে আগুন লাগার ঘটনা এই প্রথম নয়। তবে এবার যে আগুন লাগার ঘটনা ঘটেছে তাতে ইতিমধ্যেই ৯৬৪টি জায়গায় আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। আর সেই আগুন নিয়ন্ত্রণে আনতে দিনরাত এক করে পরিশ্রম করে চলেছেন দমকল বাহিনীর কর্মীরা। তবে এখনো সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আর এমত অবস্থায় ওই রাজ্যের বনমন্ত্রীর এমন নাটক হাসির খোরাক হওয়ার পাশাপাশি তীব্র ক্ষোভের কারণও হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

সোমবার সন্ধ্যায় বনমন্ত্রী হরক সিং রাওয়াত গারওয়াল একটি পাহাড়ি এলাকায় যান। আর যাওয়ার সময় নিয়ে যান ক্যামেরাম্যান। আসলে তার লক্ষ্য ছিল আগুন নেভানোর নাটক করবেন এবং তা ক্যামেরাম্যান ক্যামেরাবন্দি করবেন। পরিকল্পনা মোতাবেক সবই ঠিকঠাক চলছিল। কিন্তু পিছন থেকে কেউ একজন সেই নাটক আবার ক্যামেরাবন্দী করেন। মন্ত্রী এবং ক্যামেরাম্যানের সম্পূর্ণ কার্যকলাপ মোবাইল বন্দি হওয়ার পর তা কোন কারণবশত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ব্যাস, তারপর আর দেখে কে!

Advertisements

যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে, মন্ত্রীমশাই একটি গাছের ডাল নিয়ে ঝাপটা দিয়ে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। আসলে মন্ত্রীমশাই দেখাতে চাচ্ছিলেন তিনি আগুন নেভানোর জন্য কতইনা কসুর করছেন।

[aaroporuntag]
সেই ঘটনার টুকরো ভিডিও আরভ শেঠ নামে এক পরিবেশ কর্মী সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি লিখেছেন, ‘আগুন নেভাতে আধুনিক যন্ত্র নিয়ে সাহসী বনমন্ত্রীর বিশাল পদক্ষেপ।’ আর এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার অন্যান্য নাগরিকরাও তাকে প্রতিনিয়ত কটাক্ষ করে চলেছেন।

Advertisements