নিজস্ব প্রতিবেদন : বর্ষার প্রকোপ বাড়লেই সাপের উৎপাতও বেড়ে যায়। গ্রামেগঞ্জে সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু ঘটে। আমাদের রাজ্যে সর্পদংশনের ফলে বছরে প্রায় তিন হাজার মানুষ মারা যান। পশ্চিমবঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে যে সকল সাপের কামড়ে মানুষের মৃত্যু ঘটে সেগুলির মধ্যে কেউটে অন্যতম। এছাড়াও বিষাক্ত সাপেদের মধ্যে গোখরো, কালাচ ও চন্দ্রবোড়া রয়েছে।
সর্প দংশনে অসংখ্য মানুষের মৃত্যুর কারণে স্বাভাবিক ভাবেই আমাদের মনের মধ্যে একটি সর্প ভীতি কাজ করে। সাপ দেখলে আমরা প্রাণভয়ে এড়িয়েই চলি আর তা যদি হয় কালকেউটে তাহলে তো কথাই নেই। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে একজন বনদপ্তর আধিকারিক ফনা উঁচিয়ে থাকা একটি কেউটে সাপের তৃষ্ণা মেটাতে জল এগিয়ে দিচ্ছেন।
এই ঘটনাটি কয়েক মাস আগের হলেও সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এরকম একটি ভিডিও নেটিজেনদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিওটির শুরুতেই দেখা যাচ্ছে, বনদপ্তর ওই আধিকারিক জলের বোতল নিয়ে এগিয়ে যাচ্ছেন ফণা তুলে থাকা কেউটে সাপের দিকে। এরপর জলের বোতলটি সাপের মুখের সামনে নিয়ে যেতেই সে জলের বোতলে মুখ দিয়ে জল খাচ্ছে। আর আধিকারিকটিও বোতলটি ধরে জল খাওয়াচ্ছেন। একই সাথে ভিডিওটি দেখে ওই বনদপ্তর আধিকারিকের প্রশিক্ষণ দক্ষতা স্পষ্টই বোঝা যাচ্ছে।
অবিশ্বাস্যকর এই ভিডিওটি শেয়ার করেছেন একজন আইএএস অফিসার। অফিসারের নাম আওয়ানিস সরণ। ভিডিওটি শেয়ার করার সময় তিনি ক্যাপশনে লিখেন, “এরকম ভিডিও হয়তো এর আগে কেউ কখনো দেখেননি।”