Switzerland of Bengal: ভুলে যাবেন দার্জিলিং! মাত্র ১৩০০ টাকায় বাংলার সুইজারল্যান্ড গেলে আর ফিরতে মন চাইবে না

Prosun Kanti Das

Published on:

Advertisements

Forget Darjeeling and Sikkim, visit the Switzerland of Bengal at a low cost: একঘেয়ে জীবন থেকে সবাই কয়েকদিনের বিরতি চায়। সময় কাটাতে চায় পরিবার কিংবা বন্ধু-বান্ধবদের সাথে। আপনি যদি প্রকৃতির মাঝে শান্ত পরিবেশ খুঁজতে চান তাহলে আপনার জন্য রয়েছে আদর্শ একটি ডেস্টিনেশন। উত্তরবঙ্গের এই হিল স্টেশনটি আপনাকে দেবে অনাবিল শান্তি ও আনন্দ। প্রকৃতির কোলে এমন মনোরম পরিবেশ আশা করি আপনি এর আগে কখনো দেখেননি। এইজন্যই হয়তো এর নাম বাংলার সুইজারল্যান্ড (Switzerland of Bengal)।

Advertisements

ঘুরতে যাওয়া মানেই অনেকে বোঝে শুধুই পাহাড়। পাহাড়ের সৌন্দর্য মানুষকে বারবার হাতছানি দিয়ে ডাকে। একবার গেলে তাই ইচ্ছে করে যেন বারবার ছুটে যায় পাহাড়ের উদ্দেশ্যে। হাতে অল্প কিছুদিনের ছুটি নিয়ে অনেকেই দার্জিলিং, কালিম্পং ঘুরে আসেন। কিন্তু এখানে যে জায়গার (Switzerland of Bengal) কথা উল্লেখ করা আছে তা একদম আপনার বাজেটের মধ্যে। যারা অফবিট ডেস্টিনেশন পছন্দ করেন তাদের জন্য একদম আদর্শ।

Advertisements

শহরের কোলাহল থেকে দূরে এই শান্ত পরিবেশ অবশ্যই আপনাকে মুগ্ধ করবে।। যারা ভিড় পছন্দ করেন না এবং শান্ত পরিবেশে একান্তে সময় কাটাতে চান তারা চটজলদি ঘুরে আসতে পারেন তোরিয়ক বা তরুক (Switzerland of Bengal) নামক এই জায়গা থেকে। আপনার শরীর, মন দুটোই ভালো হয়ে যাবে এখানে গেলে।

Advertisements

এই জায়গায় গেলে আপনি দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য, সারি সারি পাইনবন, মেঘেদের আনাগোনা এবং সুন্দর ঠান্ডা পরিবেশ। একবারে জায়গাটিতে গেলে আপনার বারবার যেতে ইচ্ছা করবে সেখানে। জায়গাটি কিন্তু সিটং থেকে খুবই কাছে। জায়গায়টিকে অনেকেই বাংলার সুইজারল্যান্ড (Switzerland of Bengal) বলে থাকে।

জায়গাটি বর্তমানে অনেকেরই পছন্দের ডেস্টিনেশন। এখানে প্রচুর পরিমাণে কমলালেবু পাওয়া যায়। এবার জেনে নিতে হবে এই সুন্দর স্থানটিতে কিভাবে পৌঁছানো যায়? শিলিগুড়ি থেকে মাত্র ৬৮ কিলোমিটার দূরে অবস্থিত এই তোরিয়ক। আপনি চাইলে এনজিপি থেকেও গাড়ি নিয়ে আসতে পারেন। কিন্তু আপনি শেয়ার করে আসতে পারবেন না। প্রথমে শেয়ার গাড়িতে করে আসতে হবে দিলারাম এবং সেখান থেকে অন্য আরেকটি গাড়ি করে এই তোরিয়কে আসতে পারবেন। এখান থেকে আপনি নামথিং পোখরি, বাগোরা, মংপু, চিমনি সহ জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো ঘুরে আসতে পারেন।

Advertisements