Jamunasul Beach: কলকাতা ৩ ঘন্টা দূর! দিঘা, পুরি ভুলে এবার ঘুরে আসুন এই লাল কাঁকড়ার দেশে

Forget Digha Puri, visit Jamunasul Beach, the land of red crabs: বাঙালি হলো ভ্রমনপ্রিয় জাতি। আর শীতকালে এমনিতেই মনটা ঘোরার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সেই সময় ঘরবন্দী থাকতে কারুর ভালো লাগেনা। শীতকাল হল কোথাও ঘুরতে যাওয়ার জন্য একদম আদর্শ সময়। কাছে কিংবা দূরে পরিবার বা বন্ধুদের সাথে ঘুরতে গেলে মন্দ হয়না। আপনারও কি এই শীতের মরসুমে কোথাও ঘুরতে যাওয়ার প্লান আছে? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য একেবারে উপযুক্ত, চেনা গণ্ডি পেরিয়ে হারিয়ে যেতে পারেন এই অচেনা সমুদ্র সৈকতে (Jamunasul Beach)।

আপনি যদি এই রাজ্যের মধ্যে গোয়ার মজা নিতে চান তাহলে আপনাকে একটি মিনি গোয়ার (Jamunasul Beach)সন্ধান দেওয়া হবে আজকের প্রতিবেদনটিতে। একবার গেলে আপনি বারবার যেতে চাইবেন। সমুদ্রের উচু উঁচু ঢেউ আপনারও মন ভালো করে দেবে বৈকি। বহু পর্যটক আছে যারা পাহাড়ের থেকে সমুদ্র বেশি পছন্দ করে। আপনিও যদি সমুদ্র প্রেমী হয়ে থাকেন তাহলে আর দেরি না করে ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি।

সমুদ্র এর কথা শুনলেই আমাদের মাথায় আসে দীঘা কিংবা পুরীর কথা। কিন্তু এক জায়গায় যেতে কার ভালো লাগে তাই যেতে হবে নতুন জায়গায়। আজ আপনাদের এক নতুন সি বিচের সন্ধান দেবো। কলকাতার কাছে এত সুন্দর জায়গা আর দূরত্ব মাত্র কয়েক ঘণ্টা। শহরের একঘেয়ে রুটিন থেকে কয়েকদিনের জন্য ছুটি চাইলে চলে যেতে পারেন কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার দূরত্বে থাকা যমুনাসুল (Jamunasul Beach) সমুদ্র সৈকতে।

এবার জানতে হবে এই জায়গাটি কোথায় অবস্থিত? এই জায়গাটিকে অনেকেই উড়িষ্যার গোয়াও (Jamunasul Beach) বলতে পারেন। একবার যদি এই নতুন সি বিচটিতে আপনি যান তাহলে দীঘা বা পুরীর কথা আপনার আর মনে থাকবেনা। একেবারে নির্জন একটি সমুদ্র সৈকত, যারা নিরিবিলি থাকতে পছন্দ করেন তাদের জন্য এটি আদর্শ। রয়েছে ঘন ঝাউবন, লাল কাঁকড়া আর সমুদ্রের হাতছানি। প্রিয়জনকে পাশে নিয়ে উপভোগ করতে পারেন সকালের সানরাইজ আর বিকেলের সানসেট। এছাড়াও ঘুরে দেখতে পারেন সুন্দর বিচটি, প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই জায়গায় আসলে রাত্রিবাসের জন্য পাবেন কিছু রিসোর্ট, যেখানে আপনি কটেজ থেকে শুরু করে তাঁবুতে থাকার অভিজ্ঞতা নিতে পারবেন।

কিভাবে যাবেন এই যমুনাসুলে? প্রথমে আপনাকে হাওড়া থেকে ট্রেন ধরে বাস্তা স্টেশনে নামতে হবে। ট্রেনে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা। স্টেশন থেকে বাইরে বেরোলেই আপনি পেয়ে যাবেন যমুনাসুলে যাওযার অটো। সেখানে খরচ লাগবে ৭০০-৮০০ টাকা এবং গাড়িতে গেলে লাগবে ১০০০-১২০০ টাকা। স্টেশন থেকে যমুনাসোল পৌঁছতে আপনার সময় লাগবে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা মতো। এই শীতের মধ্যে হাতে দুদিন সময় নিয়ে চলে আসুন যমুনাসুলে।