পদ্মভূষণে সম্মানিত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রজাতন্ত্র দিবসের আগে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য সবচেয়ে বড় খবর হল পদ্মভূষণে সম্মানিত হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রের তরফ থেকে পদ্ম পুরস্কারের যে তালিকা প্রকাশ করা হয় তাতেই নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। (যদিও তিনি এই সম্মান নেবেন না বলেই জানিয়েছেন)।

Advertisements

শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতি থেকে দূরে থাকলেও বঙ্গ রাজনীতিতে তিনি এখনো অন্যতম প্রাসঙ্গিক ব্যক্তিত্ব। এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই এবার পদ্মভূষণ দেওয়ার ঘোষণা করলো কেন্দ্র সরকার। সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য তাকে এই সম্মানে সম্মানিত করা হচ্ছে।

Advertisements

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে পদ্মভূষণ প্রার্থীর তালিকায় নাম উঠে এসেছে অভিনেতা ভিক্টর ব্যানার্জীর। অন্যদিকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হচ্ছে দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতকে।

Advertisements

এর পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হচ্ছেন আরও দুজন। তারা হলেন প্রহ্লাদ রাই আগরওয়াল এবং সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়াও পাচ্ছেন পদ্মশ্রী সম্মান।

এছাড়াও দেশের চার জন কৃতি সন্তানকে দেওয়া হচ্ছে পদ্মবিভূষণ সম্মান। এই চারজন হলেন মহারাষ্ট্রের প্রভা আত্রে। মরণোত্তর পদ্মবিভূষণ প্রাপকদের তালিকায় যারা রয়েছেন তারা হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, উত্তরপ্রদেশের রাধেশ্যাম খেমকা।

Advertisements