ফের দলবদল! দিপেন্দু বিশ্বাসের মন্তব্য ঘিরে জল্পনা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০১৬ সালে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে বসিরহাট দক্ষিণ থেকে বিধায়ক হয়েছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে দল তাকে টিকিট না দেওয়াই ক্ষুব্দ হয়ে দল ত্যাগ করেন এবং গেরুয়া শিবিরে নাম লেখান। তবে এই মাস কয়েকের মধ্যেই সেই গেরুয়া শিবিরের মোহ তিনি ত্যাগ করলেন। সম্প্রতি তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি দিয়ে দলের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছেন। পাশাপাশি তার মন্তব্যে নতুন করে তৈরি হচ্ছে দলবদলের জল্পনা।

Advertisements

ঘাসফুলে টিকিট না পাওয়ার পর পদ্মফুলে নাম লেখালেও তার কোনো লাভ হয়নি। কারণ সেখানেও তিনি টিকিট জোগাড় করতে পারেননি। যদিও পরে তাকে বিজেপির তরফ থেকে রাজ্য কমিটির সদস্য করা হয় এবং সেই সদস্য পদ পেয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। আর এই সন্তুষ্টি প্রকাশের পরেও মঙ্গলবার তিনি তার পদত্যাগপত্র জমা দিলেন বিজেপির রাজ্য দপ্তরে। যদিও এর পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কিছু বলা হয়নি।

Advertisements

অন্যদিকে দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন, “আমি বিজেপির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম।” পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, “করোনা পরিস্থিতিতে রাজ্যের দুই মন্ত্রী এবং একজন প্রাক্তন বিধায়ক সহ বর্তমান বিধায়ককে গ্রেফতার করা হয়েছে কেবলমাত্র প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করার জন্য।” আর এই অভিযোগ করার পাশাপাশি তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন।

Advertisements

বিজেপিতে যোগ দেওয়ার পরও বিজেপি ত্যাগ এবং শাসকদল নেতা-মন্ত্রীদের হয়ে দিপেন্দু বিশ্বাসের এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার সরকারে আসা নিশ্চিত করার সাথে সাথেই ঘোষণা করেছিলেন, যারা দল ছেড়ে বেরিয়ে গেছেন তাদের দলে ফিরতে কেউ বারণ করে নাই।

[aaroporuntag]
যদিও দীপেন্দু বিশ্বাস রাজ্যের দুই মন্ত্রী সহ এক বিধায়ক ও এক প্রাক্তন বিধায়ক গ্রেপ্তারের ঘটনায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেও পুনরায় দল পরিবর্তন করে পুরাতন দলে প্রত্যাবর্তন করবেন কিনা তা সম্পর্কে এখনো কিছু খোলসা করেননি।

Advertisements