স্থিতিশীল প্রণব মুখোপাধ্যায়, বাবার শারীরিক পরিস্থিতির কথা জানালেন ছেলে অভিজিৎ

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আপাতত স্থিতিশীল। বাবার শারীরিক পরিস্থিতি নিয়ে বুধবার রাতে এমনটাই জানালেন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। বাবার স্থিতিশীল অবস্থার কথা তিনি এদিন টুইট করে জানান।

Advertisements

Advertisements

কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায় বুধবার রাত্রি সাড়ে আটটা নাগাদ একটি টুইট করে জানিয়েছেন, “আপনাদের সকলের প্রার্থনার জোড়ে বাবা এই মুহূর্তে হেমোডাইনামিক্যাল প্রেক্ষিতে স্থিতিশীল রয়েছেন। আমার সকলের কাছে অনুরোধ তার দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা এবং শুভাকাঙ্ক্ষা বজায় রাখুন।”

Advertisements

সোমবার দুপুরবেলা হঠাৎ করে খবর পাওয়া যায় দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পরে জানা যায় তিনি বাথরুমে পড়ে গিয়ে মস্তিষ্কে চোট পেয়েছেন। চোট পাওয়ার পর রাষ্ট্রপতির মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। তাকে দিল্লির আর্মি হাসপাতালে ভর্তি করা হয় এবং সোমবার রাতেই অপারেশন করা হয় চোট পাওয়া জায়গায়। আর তারপর থেকেই তিনি ভেন্টিলেশনে রয়েছেন। তার শারীরিক পরিস্থিতি নিয়ে দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়। অসুস্থ প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনায় দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থনা শুরু হয়।

প্রাক্তন রাষ্ট্রপতি শারীরিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার এবং বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের বুলেটিন আরও বেশি উদ্বেগ বাড়িয়ে দেয়। বুধবার দুপুরেও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, প্রণব বাবুর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তিনি এখনও সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনে রয়েছেন। তবে এদিন রাতে ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়ের বক্তব্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

Advertisements