নিজস্ব প্রতিবেদন : দেশের করোনা পরিস্থিতি প্রতিনিয়ত ভ’য়ঙ্কর হচ্ছে। আর এই পরিস্থিতিতে কীভাবে এর মোকাবেলা করা সম্ভব সেই সম্পর্কিত পাঁচ দফা পরামর্শ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিছুদিন আগেই করোনা পরিস্থিতি নিয়ে কংগ্রেসের কার্য সমিতির বৈঠক হয়। আর সেই বৈঠকের দিন কয়েক পরেই মনমোহন সিংয়ের এমন চিঠি।
চিঠিতে মনমোহন সিং পাঁচ দফা পরামর্শ দেওয়ার পাশাপাশি দাবি করেছেন সরকারকে উল্লেখ করতে হবে সরকার ঠিক কি নির্দেশ দিয়েছে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলিকে। সরকার যদি বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে চায় তাহলে এখন থেকেই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলিকে বরাত দিতে হবে। যাতে করে নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্যাকসিন পাওয়া যায়।
পরামর্শ হিসেবে মনমোহন সিং জানিয়েছেন, সরকারের কাছে যত ডোজ ভ্যাকসিন রয়েছে তার ১০% জরুরী ভিত্তিতে রেখে বাকি যেন রাজ্যগুলির মধ্যে বন্টন করে দেওয়া হয়। তাতে রাজ্যগুলি সঠিকভাবে ভ্যাকসিন বিতরণ করতে পারবে।
প্রাক্তন প্রধানমন্ত্রীর পরামর্শ ট্যাক্সিচালক সহ গণপরিবহনের সাথে যুক্তরা যাতে প্রথম শ্রেণীর যোদ্ধা হিসেবে ভ্যাকসিনের ডোজ নিতে পারেন তার দিকে নজর দিতে বলা হয়েছে কেন্দ্রকে।
এর পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী কেন্দ্রকে পরামর্শ দিয়েছেন দেশের প্রতিটি শিক্ষক শিক্ষিকাদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার।
[aaroporuntag]
ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলি যাতে আরও বেশি ভ্যাকসিন প্রস্তুত করতে পারে তার জন্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করার পরামর্শ দিয়েছেন মনমোহন সিং।