Weather Update WB: ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৪ জেলায়, স্যাঁতসেঁতে আবহাওয়া থেকে কখন মিলবে মুক্তি

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা : ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের কারণে গত সোমবার থেকে আবহাওয়ায় আমূল পরিবর্তন এসেছে দক্ষিণবঙ্গে। সোমবার থেকে দফায় দফায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় স্থান বিশেষে কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবার কোথাও ভারী বৃষ্টি দেখা গিয়েছে। সোমবারের পাশাপাশি মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের এবং বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতে এই স্যাঁতসেঁতে আবহাওয়া থেকে কবে মুক্তি পাওয়া যাবে তা নিয়েই উঠছে প্রশ্ন। আর এনিয়েই এবার আবহাওয়া দপ্তর (Weather Update WB) পূর্বাভাস দিল।

Advertisements

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের অবস্থানের পাশাপাশি মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে এমন আবহাওয়া তৈরি হয়েছে। এমন আবহাওয়া তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে দক্ষিণবঙ্গ জুড়েই এখন তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গিয়েছে। সোমবারের পাশাপাশি মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে দেখা যাচ্ছে।

Advertisements

কলকাতায় সকাল থেকে ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হওয়ার পাশাপাশি কোন কোন জায়গায় মাঝে মাঝেই ভারী বৃষ্টির দেখা মিলছে। আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে তাতে এমন আবহাওয়া আগামী দিন তিন চারেক দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজায় থাকবে। যদিও মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা হলেও উন্নতি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisements

আরও পড়ুন : ULI App: UPI-এর মতোই এবার আসছে ULI অ্যাপ, বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে RBI

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যা জানানো হয়েছে তাতে মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই চার জেলা ছাড়া আর কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই টিপটিপ করে বৃষ্টি চলবে। আবার এখনই যে দুর্যোগের অবসান ঘটতে চলেছে তাও নয়। কেননা বঙ্গোপসাগরে নতুন করে আরো একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘে ঢাকা থাকার পাশাপাশি বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে এদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে মঙ্গলবার সেইভাবে কোন সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দুর্যোগ চললেও আপাতত উত্তরবঙ্গ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের কোন কোন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে।

Advertisements