নিজস্ব প্রতিবেদন : একই দিনে বীরভূমে আরও ৪ জনের শরীরে ধরা পড়লো করোনা সংক্রমণ। রবিবার সন্ধ্যা থেকেই ওই চারজনের করোনা পজেটিভ রিপোর্ট ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। এর আগে জেলায় মোট সংক্রামিত রোগী ছিলেন ৭ জন। বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ তে। যদিও প্রথম ৭ জনের মধ্যে ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ বর্তমানে জেলায় মোট অ্যাক্টিভ সংক্রমণ ৫।
বীরভূমের ৪ জন সংক্রমণ ছাড়াও পূর্ব বর্ধমানের আউসগ্রাম এর আরও এক যুবকের শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ। যে যুবক মাসখানেক আগেই বোলপুর সাব-ডিভিশনাল হাসপাতলে ডায়ালাইসিস করাতে এসেছিলেন। ওই যুবকের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় বোলপুর হাসপাতালে ডায়ালাইসিস বিভাগ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি ওই রোগীর চিকিৎসা করেছিলেন যে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে।
রবিবার যে ৪ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে তাদের মধ্যে নলহাটি ২ নম্বর ব্লকের ২২ বছর বয়সী একজন পরিযায়ী শ্রমিক রয়েছেন। যিনি চেন্নাই থেকে সাইকেলে করে নিজের বাড়ি ফিরেছিলেন।
অন্যদিকে ময়ূরেশ্বর ব্লকের রয়েছেন ৩ জন। যাদের মধ্যে একজন ২৬ বছর বয়সী পরিযায়ী শ্রমিক, যিনি বাড়ি ফিরেছিলেন মধ্যপ্রদেশ থেকে। আরও এক ২২ বছর বয়সী যুবকের শরীরে সংক্রমণ ধরা পড়েছে যিনি কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে বাবার চিকিৎসা করিয়ে ফিরেছিলেন। আর এছাড়াও নতুন করে এই সংক্রমণের তালিকায় রয়েছেন রামপুরহাট মেডিকেল কলেজের একজন নার্স।
সূত্র মারফৎ আরও জানা গিয়েছে, সোমবারও নলহাটি ও সাহাপুরের আরও দুজনের শরীরে ধরা পড়েছে করোনা। যদিও এখনো তা প্রশাসনিক ভাবে জানানো হয়নি।