LIC New Policy: যুবদের কথা ভাবল LIC, নিয়ে এলো ৪টি নতুন পলিসি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : LIC, জীবন বীমার ক্ষেত্রে যার কথা না বললেই নয়। ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন একচেটিয়া ব্যবসা করে চলেছে বছরের পর বছর ধরে। সব ধরনের মানুষদের জন্য এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটি চাহিদা মত বিভিন্ন পলিসি এনেছে। আর এবার জনপ্রিয় এই সংস্থাটি যুবদের কথা মাথায় রেখে ৪টি নতুন পলিসি (LIC New Policy) লঞ্চ করল।

Advertisements

এলআইসির তরফ থেকে নতুন যে চারটি পলিসি লঞ্চ করা হয়েছে সেই পলিসিগুলি হলো এলআইসি যুব টার্ম, এলআইসি ডিজি টার্ম, এলআইসি যুব ক্রেডিট লাইফ ও এলআইসি ডিজি ক্রেডিট লাইফ। গত ৫ আগস্ট থেকে এই চারটি পলিসিতে নাম নথিভুক্তকরণ অর্থাৎ কেনা শুরু হয়েছে। এর মধ্যে কিছু কিছু পলিসি অনলাইন, কিছু কিছু পলিসি অফলাইন কেনা যাবে।

Advertisements

এলআইসির নতুন এই চারটি পলিসি গত ৫ আগস্ট লঞ্চ করেন এলআইসির সিইও ও এমডি সিদ্ধান্ত মোহান্তি। এই সকল পলিসি লঞ্চ করার পাশাপাশি তিনি জানিয়েছেন, যুব টার্ম প্ল্যান পলিসিগুলি অফলাইন থেকে কিনতে পারবেন গ্রাহকরা। তবে ডিজি টার্ম পলিসিগুলি কেবলমাত্র এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। যুবদের চাহিদার কথা মাথায় রেখে এই পলিসিগুলি চালু করা হয়েছে। যারা জীবনের শুরুতেই টার্ম ইন্সিওরেন্স নিতে চান তাদের জন্য এই সকল পলিসি।

Advertisements

আরও পড়ুন ? Police Clearance Certificate: নতুন পোর্টাল চালু করল রাজ্য, এবার সহজেই অনলাইনে মিলবে PCC

বিমার পাশাপাশি লোন লায়াবিলিটি কভার করার জন্য চালু করা হয়েছে যুব ক্রেডিট লাইফ এবং ডিজি ক্রেডিট লাইফ। এক্ষেত্রেও যুব ক্রেডিট লাইফ অফলাইনে কিনতে পারবেন গ্রাহকরা, অন্যদিকে ডিজি ক্রেডিট লাইফ অনলাইনে কিনতে হবে। এই সকল পলিসি ১৮ বছর বয়স থেকে যেকোনো যুবরা কিনতে পারবেন এবং কেনার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। অন্যদিকে ম্যাচিউরিটির সর্বনিম্ন বয়স ৩৩ বছর ও সর্বোচ্চ বয়স ৭৫ বছর।

পলিসিগুলির ক্ষেত্রে ন্যূনতম বেসিক সাম অ্যাসিওর্ড ৫০ লক্ষ টাকা এবং সর্বোচ্চ বেসিক সাম অ্যাসিওর্ড ৫ কোটি টাকা। একইভাবে নিয়মের ক্ষেত্রে প্রায় সবকিছুই একই রকম রাখা হয়েছে যুব ক্রেডিট লাইফ ও ডিজি ক্রেডিট লাইফ পলিসির ক্ষেত্রে। তবে এই দুটি পলিসি নন পার, নন লিঙ্কড পলিসি।

Advertisements