২০০ টাকা কমে কতগুলি রান্নার সিলিন্ডার মিলবে, কবে থেকে মিলবে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে পার হতে হতে রান্নার গ্যাসের (LPG) দাম সিলিন্ডার প্রতি দেশের অধিকাংশ জায়গাতেই পার করেছিল ১১০০ টাকার বেশি। এমন পরিস্থিতিতে কেন্দ্র বিরোধী রাজনৈতিক দলগুলি যেমন হামেশাই কেন্দ্রকে খোঁচা দিচ্ছিল, ঠিক সেই রকমই আবার সাধারণ মানুষদের রান্নার গ্যাসের পিছনে খরচ করতে করতে নাজেহাল অবস্থা তৈরি হয়েছিল।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) ঘোষণা করেন, দেশের প্রতিটি নাগরিক ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ছাড় পাবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ছাড়ের বিষয়ে ছাড়পত্র দিয়েছে। রাখি উৎসব এবং ওনাম উৎসব উপলক্ষে দেশবাসীকে এমন উপহার দিচ্ছে কেন্দ্র সরকার।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এমন ঘোষণার পর আমজনতার মধ্যে নানান প্রশ্ন ঘোরাফেরা করছে। প্রথম প্রশ্ন হল, কবে থেকে এই ছাড় পাওয়া যাবে? দ্বিতীয় প্রশ্ন হল, কতগুলি সিলিন্ডারে এমন ছাড় মিলবে? তৃতীয় প্রশ্ন হল, উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তারা এবার কত টাকা ছাড় পাবেন? চতুর্থ প্রশ্ন হল, ঘোষণার আগে যারা সিলিন্ডার বুকিং করেছিলেন অথচ এখনো ডেলিভারি পাননি, তারা কি ছাড় পাবেন?

কেন্দ্র সরকারের ঘোষণার পর থেকেই ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের উপর ২০০ টাকা ছাড় লাগু হয়ে গিয়েছে। অর্থাৎ এখন থেকেই যারা গ্যাস সিলিন্ডার বুকিং করবেন অথবা ডেলিভারি পাবেন তাদের ২০০ টাকা করে কম দিতে হবে। কেন্দ্র সরকারের ঘোষণায় সিলিন্ডারের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। অর্থাৎ আপনি যতগুলি খুশি সিলিন্ডার নিতে পারবে ২০০ টাকা কমে।

তৃতীয় প্রশ্নের উত্তর হিসাবে কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণায় যা জানা গিয়েছে তাতে যাদের উজ্জ্বলা যোজনা প্রকল্পের কানেকশন রয়েছে তারা এখন থেকে ৪০০ টাকা করে ছাড় পাবেন সিলিন্ডার প্রতি। চতুর্থ এবং সবচেয়ে কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর, সিলিন্ডার আগে বুক করা হলেও যখন ডেলিভারি দেওয়া হয় তখন সিলিন্ডারের যা দাম থাকে সেই দাম নেওয়া হয়। সুতরাং ঘোষণার আগেই যারা বুকিং করেছেন তাদের আফসোস করার কোন দরকার নেই। কারণ তারা যখন সিলিন্ডার ডেলিভারি পাবেন তখন তারা ২০০ টাকা কমেই পাবেন।