৪টি বিশেষ গুণ রতন টাটাকে করেছে সবার থেকে আলাদা

Sangita Chowdhury

Updated on:

নিজস্ব প্রতিবেদন : দেশের অন্যতম বড় শিল্পপতি রতন টাটাকে সকলেই এক নামে চেনেন। তাঁর জায়গা এতোটাই ঈর্ষণীয় যে সকলেই এই জায়গাটা পেতে চান। কিন্তু আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন তা তাঁর দীর্ঘ পরিশ্রমের ফল। তাঁর সংস্থার হাজার হাজার কর্মী ছাড়াও দেশের অধিকাংশ মানুষই তাঁকে শ্রদ্ধা করেন। তাঁর চারিত্রিক গুণের কারণেই‌ তিনি মানুষের মনে এই শ্রদ্ধার আসন পেয়েছেন। একজন উদ্যোগপতি হিসেবে নন, একজন মানুষ হিসেবে তার ব্যতিক্রমী চিন্তাধারায় তাকে অন্য সকল শিল্পপতিদের থেকে আলাদা করে রেখেছে। কতকগুলি জায়গায় তিনি সবার থেকে আলাদা হয়ে উঠেছেন। এই ব্যতিক্রমই তাঁকে করে তুলেছে দেশের মানুষের কাছে সম্মানের ও ভালোবাসার পাত্র।

তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়া : বাণিজ্যমহলে কান পাতলেই শোনা যায় দেশের তরুণ প্রজন্মের নাড়ি-নক্ষত্র বুঝতে পারেন রতন টাটা। এই কথাটি কিন্তু কথার কথা নয় এর অর্থ গভীর। রতন টাটা কাজের ক্ষেত্রে সব সময় দেশের তরুণ প্রজন্মের উপরই ভরসা রেখেছেন। তাঁর কথায়, “আমি কাজের প্রতিটি ক্ষেত্রে তরুণ-তরুণীদের উপস্থিতি পছন্দ করি। তরুণ তরুণীদের সাথে কাজ করতে করতে নিজের বার্ধক্য ভুলে যেতে পারি।”

একতা : রতন টাটা চিরকালই একতার শক্তিতে বিশ্বাস করেছেন। তাই গত কয়েক বছরে নানা উত্থান-পতন দেখার পরেও টাটা গোষ্ঠী নিজেদের অবস্থানে অটল থেকেছেন। তাদের শক্তি এতোটুকু ও ক্ষয় হয়নি। রতন টাটার কথায়, “কোন সমস্যার সমাধান সূত্র পেতে চাইলে আমাদের সকলকে একত্রিত হতে হবে।”

কর্মীদের সাথে মধুর সম্পর্ক : কর্মীদের সাথে তার শুধু পেশাগত সম্পর্ক নয় কর্মীদের সাথে তাঁর সম্পর্ক আত্মীয়তার। কর্মীদের সাথে মালিকের মত ব্যবহার করলে এবং তাদের থেকে দূরে থাকলে কখনোই কোন কাজে সফলতা লাভ করা যায় না। তাই কর্মীদের সাথে ব্যক্তিগত সম্পর্ক রক্ষার ব্যাপারে তিনি অন্যান্য শিল্পপতিদের চাইতে অনেক গুণ এগিয়ে। তিনি বিশ্বাস করেন কর্মীদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ ভিন্ন কার্য ক্ষেত্রে উন্নতি সম্ভব নয়।কর্মীদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ রাখলেই তারা তাদের সেরাটা কাজের জায়গায় দিতে পারেন। এরকম চিন্তাধারার জন্যই রতন টাটা ব্যতিক্রম।

মানবিকতা : লকডাউনের মধ্যে বহু সংস্থায় কর্মী ছাঁটাই করে দিয়েছেন একমাত্র রতন টাটা এর ব্যতিক্রম। রতন টাটা বিশ্বাস করেন সমস্যার মধ্যে পড়ে কর্মীদেরকে ছাঁটাই করা কোন সঠিক সিদ্ধান্ত নয়। আলাপ-আলোচনার মধ্য দিয়ে ধীরে ধীরে সমস্যার সমাধান বের করতে হবে। তাঁর মত করে এত মানবিকভাবে হয়তো আর কোন শিল্পপতি ভাবেন না। তাই তিনি ব্যতিক্রমী। তাই তিনি সমস্ত মানুষের হৃদয় জয় করে নিয়েছেন।