Pinaka: বিশাল সফলতা, অত্যাধুনিক ভারতের তৈরি অস্ত্র কিনতে এবার মুখিয়ে ফ্রান্সও

Prosun Kanti Das

Published on:

Advertisements

Pinaka: বর্তমানে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আগের থেকে আরও অনেক বেশি উন্নত হয়েছে। দিনকে দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে ভারতের তৈরি যুদ্ধাস্ত্র পিনাকার। পিনাকের চাহিদা যেভাবে আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পাচ্ছে সেই কথা মাথায় রেখে বৃহস্পতিবার পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের সফল পরীক্ষা করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। পিনাকা এমন একটি অস্ত্র যা একেবারে দেশীয় পদ্ধতিতে তৈরি এবং এটি হলো একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার।

Advertisements

এই অস্ত্রের নামকরণ করা হয়েছে শিবের ধনুক পিনাকার নামে। আসলে এটি একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এই অস্ত্রটি সম্পর্কে জানানো হয়েছে যে, গাইডেড পিনাকা ওয়েপন সিস্টেমের সফল পরীক্ষা করেছে ডিআরডিও। ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেছে এই পিনাকা (Pinaka)। সম্প্রতি শোনা যাচ্ছে ভারতের তৈরি এই অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র কিনতে আগ্রহী একাধিক দেশ। পিনাকা কেনার জন্য অনেক আগে থেকেই উৎসাহ দেখিয়েছে পশ্চিম এশিয়ার আর্মেনিয়া। এছাড়া ফ্রান্স ভারতের এই অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র কিনতে আগ্রহী।

Advertisements

আরো পড়ুন: ‘অমৃত ভারত ট্রেন’ খুব তাড়াতাড়ি চালু হচ্ছে এই রুটে, সুবিধা পাবে যাত্রীরা

ভারত বহুদিন ধরেই আত্মনির্ভর হয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে। নিজের আলাদা একটি অস্তিত্ব তৈরি করেছে ভারত। বিশ্বের বহু দেশে বর্তমানে অস্ত্র বিক্রি করছে ভারতের প্রতিরক্ষামন্ত্রক। ভারতের বিভিন্ন অস্ত্রের মধ্যে আন্তর্জাতিক বাজারে সবথেকে বেশি চাহিদা ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের। পাশাপাশি আরও বিভিন্ন অস্ত্র রয়েছে যেমন, ডর্নিয়ের-২২৮ যুদ্ধবিমান, রকেট লঞ্চার, অগ্নিনির্বাপণ যন্ত্র, নাইট ভিশন বাইনোকুলার, শত্রুর গতিবিধি নজরে রাখার রাডার-সহ বহু সামগ্রী। এবার থেকে সেই তালিকায় যুক্ত হয়েছে পিনাকা (Pinaka)।

Advertisements

আরো পড়ুন: জেনে নিন দেশের দীর্ঘতম বন্দে ভারত সম্পর্কে, কোথা দিয়ে যাবে এই ট্রেন

ভারত পিনাকা নির্মাণ করেছে রাশিয়ার গ্রাড বিএম-২১ রকেট লঞ্চারের অনুকরণে। বিশ্ব বাজারে এর চাহিদা অনেক। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত মার্কিন হিমারস সিস্টেমের সমতুল্য হল এই পিনাকা অস্ত্র। বহু বছর আগে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ব্যবহার করা হয়েছিল এই অস্ত্র। পাক সেনার বাঙ্কার গুঁড়িয়ে দিতে ব্যাপক কার্যকর হয়ে ওঠে পিনাক। বর্তমানে অবশ্য এটি আরো বেশি উন্নত হয়েছে। আগে এর পাল্লা ছিল ৪০-৪৫ কিলোমিটার।

সম্প্রতি এই অস্ত্রটিকে আরো বেশি উন্নত করে এর পাল্লা করা হয়েছে ৭৫ কিলোমিটার। ডিআরডিও-এর লক্ষ্য এর পাল্লা ২০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো। একেবারে চোখের নিমেষে মাত্র ৪৪ সেকেন্ডে ১২টি রকেট ছুড়তে পারে পিনাকা (Pinaka)। অস্ত্রটির দু’টি প্যাড রয়েছে, যার প্রতিটিতে ৬টি করে রকেট রয়েছে। পিনাকার একটি ব্যাটারি ৭২টি রকেট ছুঁড়তে পারে এক নিমেষেই। অবাক করার বিষয় হলো ট্রাকে চাপিয়ে সহজে এক জায়গা থেকে অন্য যায়গায় নিয়ে যাওয়া যায় এই অস্ত্র।

Advertisements