Free Bus Ride: কর্ণাটক নয়, উত্তরপ্রদেশও নয়, এবার বাংলাতেই বাস ভাড়া পুরো ফ্রি! আদালতের নির্দেশের সুবিধা পাবেন ইনারা

Antara Nag

Published on:

According to the order of the court, Free Bus Ride will be available in West Bengal: ট্রেন বা বাস উভয় ক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের জন্য সিট রিজার্ভেশনের ব্যবস্থা থাকে। এই বিশেষভাবে সক্ষমদের তালিকায় যুক্ত হয়েছে নতুন এক ধরনের রোগাক্রান্ত ব্যক্তিরা। রোগটার নাম হয়তো অনেকেই শোনেননি। এই রোগে যারা আক্রান্ত হয় তারা শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েন যে হাঁটাচলা করার মতো কোনো ক্ষমতা তাদের থাকে না। সম্প্রতি কলকাতা হাইকোর্ট এই বিশেষ ধরনের রোগীদের জন্য বাস ভাড়া ফ্রি (Free Bus Ride) করে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি টিএস শিবজ্ঞানম নিজে এই আদেশ দিয়েছেন।

রোগটির নাম সিলিকোসিস। এটি মূলত ফুসফুস সংক্রান্ত একটি রোগ। এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা যাতে বিনামূল্যে বাসে যাতায়াত (Free Bus Ride) করতে পারেন সেদিকে বিশেষ ভাবে নজর দিতে বলা হচ্ছে সরকারকে। কলকাতা হাইকোর্টের এই রায় সিলিকোসিস আক্রান্ত রোগীদের জন্য যুগান্তকারী পথ খুলে দিতে পারে বলে মনে করছে বিশিষ্টজনেরা। বেশিরভাগ লোকই এই রায়কে সম্মান জানিয়ে গ্রহণ করেছেন। কলকাতা হাইকোর্টের সম্প্রতি এই রায় দেবার পর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি মিটিং এর আয়োজন করা হয়েছে। মিটিংয়ে উপস্থিত থাকবে শ্রম দপ্তর এবং পরিবহন দপ্তরের প্রতিনিধিরাও।

স্বাস্থ্য দপ্তরের ডাকা মিটিংয়ে নির্ধারণ করা হবে কিভাবে রোগীদের চিহ্নিত করা হবে? কিভাবে তাদের থেকে ভাড়া না নিয়ে যাতায়াতের (Free Bus Ride) সুযোগ করে দেওয়া হবে তাদের? ইত্যাদি বিষয়গুলো নিয়ে। ইতিমধ্যে যে সমস্ত রোগীরা সিলিকোসিসে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া যারা বর্তমানে সিলিকোসিস রোগে আক্রান্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাস্তায় কোনো ব্যক্তিকে দেখে কিভাবে নির্বাচন করা হবে তিনি আদৌ সিলিকোসিসে আক্রান্ত কিনা? সেই পদ্ধতি নিয়েও আলোচনা করা হবে এই মিটিংয়ে।

আরও পড়ুন 👉 Ladies Special Bus: লেডিস স্পেশাল ট্রেনের দিন শেষ, এবার লেডিস স্পেশাল বাস! চলবে এই রুটে

রাজ্যে এই মুহূর্তে কতজন আক্রান্ত রোগী রয়েছে তার হিসাব দিতে বলা হয়েছিল স্বাস্থ্য দপ্তরকে। স্বাস্থ্য দপ্তর কলকাতা হাইকোর্টকে জানিয়েছে বর্তমানে ৭৬ জন ব্যক্তি সিলিকোসিসে আক্রান্ত। কিন্তু হাইকোর্টের মতে এই সংখ্যাটা আরো অনেকটা বেশি হবে। স্বাস্থ্য দপ্তর সঠিক তথ্য দেয়নি। সরকারি নথিতে কম দেখানো হয়েছে আক্রান্ত রোগীর সংখ্যা। ২০১৪ সালে এই নিয়ে ১ টি মামলা করেছিল সবুজের অভিযান নামক একটি সংস্থা। সেই মামলার বিষয়বস্তু ছিল ২০০৯ সালে বেশ কিছু মানুষ মিনাখায় পাথরের খাদানে নিয়ে কাজ করতে গিয়েছিলেন। সেখান থেকে বহু মানুষের শরীরে প্রবেশ করেছে সিলিকোসিস। এই রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যে মারাও গিয়েছেন বহু মানুষ। মৃত ব্যক্তির পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টাও চলছে রাজ্য সরকারের তরফ থেকে।

সবুজের অভিযান সংস্থাটির পক্ষ থেকে করা অভিযোগ অনুযায়ী, মিনাখার শুধুমাত্র ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩০০ র উপর ব্যক্তি সিলিকোসিসে আক্রান্ত। সেই পঞ্চায়েত এলাকায় মৃত ব্যক্তির সংখ্যা ৩০। কিন্তু এখনো পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছে মাত্র ১৪ টি পরিবার। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যে আক্রান্ত রোগীদের পুনর্বাসন এবং মৃত ব্যক্তির পরিবারদেরকে ক্ষতিপূরণ দেবার জন্য ১০ কোটি টাকার একটি ফান্ড তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। মৃত রোগীদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এই ফান্ড থেকেই। সম্প্রতি হাইকোর্টের রায়ের পর এখন থেকে সারা রাজ্যে সিলিকোসিসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে বাস যাত্রা (Free Bus Ride) করার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগী রাজ্য সরকার।