নিজস্ব প্রতিবেদন : ক্ষমতায় আসার জন্য বিভিন্ন রাজনৈতিক দল ভোটের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে ভোটারদের। রাজনৈতিক দলগুলির তরফ থেকে দেওয়া সেই সকল প্রতিশ্রুতির অনেকাংশে পূরণ করতে দেখা যায়, তবে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু প্রতিশ্রুতি প্রতিশ্রুতিই থেকে যায়। এবার সেই রকমই একটি ঘোষণা সামনে এসেছে, যে ঘোষণা রীতিমতো আলোড়ন ফেলে দেওয়ার মতো।
দেশে যে ঘোষণা এবার করা হয়েছে সেই ঘোষণা করা হলো অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির তরফ থেকে। মূলত এই রাজনৈতিক দলটি দিল্লির সিংহাসন দখল করার পর পাঞ্জাবের সিংহাসন দখল করেছে। আর দিল্লি পাঞ্জাবের পর এখন তাদের লক্ষ্য হলো বিজেপি শাসিত হরিয়ানা। হরিয়ানার বিধানসভা ভোটের আগে আম আদমি পার্টিকে একের পর এক প্রতিশ্রুতি (Aap Manifesto For Haryana) দিতে দেখা গেল।
আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখন জেলবন্দি। যে কারণেই তার স্ত্রী সুনিতা এখন হরিয়ানা দখলে উঠেপড়ে নেমেছেন। তাদের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে ‘কেজরির ৫ গ্যারান্টি’। অক্টোবর মাসে হরিয়ানার বিধানসভা ভোটের আগে আম আদমী পার্টির এই ইস্তেহার প্রকাশের সময় ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং সহ অন্যান্যরা।
আরও পড়ুন ? Xiaomi: ফ্রি সার্ভিসিং থেকে পার্টসে ৫০% ছাড়! এত তারিখ পর্যন্ত দুর্দান্ত অফার দিচ্ছে Xiaomi
হরিয়ানার জন্য আম আদমি পার্টির যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী, ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবার জন্য কোন বিল মেটাতে হবে না। আবার ১ হাজার টাকা করে দেওয়া হবে। তবে এই ১০০০ টাকা দেওয়া হবে মূলত মহিলাদের জন্য। পাশাপাশি রোজগারের বন্দোবস্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা ও উন্নত মানের শিক্ষা ব্যবস্থার।
হরিয়ানায় মোট ৯০ টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আম আদমি পার্টি এবার এই ৯০ টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে হরিয়ানায় ৪০টি আসন পেয়েছিল বিজেপি জোট এবং ৩১ টি আসন পেয়েছিল কংগ্রেস বা ইউপিএ জোট। এই জায়গায় এবার হরিয়ানা দখলের লক্ষ্যে নেমে আম আদমি পার্টি কতটা জায়গা করে সেটাই এখন দেখার।