VIP Culture: মাথায় হাত সরকারি আমলাদের! ১ জুলাই থেকে শেষ হচ্ছে আমজনতার করের টাকায় ফুর্তি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারত স্বাধীন হওয়ার পর থেকেই দেশে বেশ কিছু নিয়ম চালু রয়েছে যেগুলি মন্ত্রী মহাশয়দের পাশাপাশি সরকারি উচ্চ পদস্থ আমলাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এই সকল সুযোগ সুবিধাকে বলা হয় ভিআইপি কালচার (VIP Culture)। মন্ত্রী মহাশয় এবং আমলাদের ভিআইপি কালচারের মাধ্যমে এমন সব সুবিধা দেওয়া হয় যা তাদের মোটা বেতনকে সঞ্চয় করতে সাহায্য করে থাকে।

Advertisements

ভিআইপি কালচারের মাধ্যমে উচ্চপদস্থ সরকারি আমলারা পাশাপাশি মন্ত্রী মহাশয়দের বিভিন্ন ক্ষেত্রে টাকায় দিতে হয় না। এই সকল টাকা সরকারের তরফ থেকে তাদের বেতন ছাড়াও দেওয়া হয়ে থাকে। কিন্তু ওই টাকা সরকারের ভান্ডারে তো আর এমনি এমনি চলে আসে না, আসে আমজনতাদের তরফ থেকে দেওয়া করের উপর নির্ভর করেই।

Advertisements

সরকারি আমলাদের এইভাবে সুবিধা দেওয়া সাধারণ মানুষদের স্বাভাবিকভাবেই চোখে লাগে। আর এরই পরিপ্রেক্ষিতে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১ জুলাই থেকে সরকারি আমলাদের সাধারণ মানুষদের করের টাকায় ফুর্তি, আরাম করা যাবে না। এবার থেকে সরকারি আমলাদের ভিআইপি কালচারের জন্য ভিআইপি ট্রিটমেন্ট থেকে শুরু করে বিদ্যুৎ বিলের খরচ নিজেদের পকেট থেকে দিতে হবে।

Advertisements

আরও পড়ুন ? New Flight Service From Andal: আরো সহজে যাওয়া যাবে দার্জিলিং, পুরি, আসাম! অন্ডাল থেকে চালু নয়া পরিষেবা

গত ৭৫ বছর ধরে চলে আসা এই ভিআইপি কালচারের অবসান আগামী ১ জুলাই থেকে শেষ হতে চলেছে আসামে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত রবিবার এই সংক্রান্ত ঘোষণা করেছেন এবং তিনি ঘোষণায় স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, আগামী ১ জুলাই থেকে সরকারি আমলাদের নিজেদের বাড়ির বিদ্যুৎ বিল নিজেদেরই দিতে হবে, যা এতদিন সরকারের তরফ থেকে দেওয়া হতো। আসামের মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তকে যুগান্তকারী সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন অধিকাংশ মানুষেরাই।

এই সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, “৭৫ বছরের বেশি সময় ধরে চলে আসা ভিআইপি সংস্কৃতি অর্থাৎ সাধারণ মানুষদের করের টাকায় সরকারি আমলাদের বিদ্যুতের বিল দেওয়ার রীতি আমরা শেষ করছি।” সরকারি আমলাদের এমন সুবিধা বন্ধ করে দেওয়ার পাশাপাশি তিনি জানিয়েছেন, তিনি এবং মুখ্যসচিবও আগামী ১ জুলাই থেকে নিজেদের বিদ্যুতের বিল নিজেরাই দেবেন।

Advertisements