Free meal for passengers: এক টাকাও লাগে না! ভারতের এই রেলস্টেশনে পুরোপুরি বিনামূল্যে দেওয়া হয় খাবার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Passengers can also eat their fill at a railway station in India for free: ভারতে গণপরিবহন হিসাবে রেলের ভূমিকা অপরিসীম। দিন যত উন্নত হচ্ছে ততই ভারতীয় রেলের যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনগণের সুবিধার্থে ভারতীয় রেল সব সময় ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করে এসেছে। দূরের কিংবা কাছের সমস্ত রকম জায়গাতে নিঃসন্দেহে এবং নিশ্চিন্তে চলে যাওয়া যায় ট্রেনে করে। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই গণপরিবহনটির উপরে ভরসা করে আসছে। ভারতের এমন একটি স্টেশন আছে যেখানে যাত্রীদের বিনামূল্যে খাবার দেওয়া হয়, কোথায় সেই স্টেশন (Free meal for passengers)?

Advertisements

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যান্য গণপরিববনের তুলনায় ট্রেনে করে যাত্রা করলে তা যথেষ্ট সাশ্রয়ী এবং মানুষ নিশ্চিন্তে নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারেন। যাত্রী সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভারতীয় রেলে। পৃথিবীর মধ্যে ভারতীয় রেল নিজের একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। এত বড় নেটওয়ার্ক সহজে কোথাও দেখা যায় না। ট্রেনে যাতায়াত সবাই করে কিন্তু কিছু অজানা তথ্য আছে যা সবাই জানে না। ভারতীয় রেল সম্পর্কে একটি চমকপ্রদ বিষয় হলো, এমন একটি স্টেশন আছে যেখানে বিনামূল্যে ছাত্রীদের ভর পেট খাবার খাওয়ানো হয় (Free meal for passengers)।

Advertisements

ভাবছেন হয়তো বিষয়টি মিথ্যে, একেবারেই নয় এটি সম্পূর্ণ সত্যি একটি ঘটনা। এবার স্বাভাবিকভাবে সবার মনে প্রশ্ন জাগবে যে এই স্টেশনটি ভারতের কোথায় অবস্থিত? ভারতে এই স্টেশনটি অবস্থিত হরিয়ানাতে। যার নাম হল চরখী দাদরী (Charkhi Dadri)। এখানেই সম্পূর্ণ বিনামূল্যে যাত্রীদের পেট ভরে খাবার খাওয়ানো হয় (Free meal for passengers)।

Advertisements

হরিয়ানার এই স্টেশনে বিনামূল্যে খাবার পাওয়া যায় (Free meal for passengers)। মূলত সহায় সম্বলহীন এবং অভুক্ত মানুষের জন্যই এই ব্যবস্থা। সূত্রের মাধ্যমে জানা গেছে যে, প্রায় ৬৩ বছর ধরে এখানে এই বিনামূল্যে খাবার খাওয়ানোর ব্যবস্থা চলে আসছে। কিন্তু এই ব্যবস্থা ভারতীয় রেলের পক্ষ থেকে করা হয় না বরং “রামা সেবা দল সমিতি”-র পক্ষ থেকে করা হয়।

সুতরাং, যাঁরাই এই স্টেশনে অভুক্ত অবস্থায় আসেন তাদের সবার জন্যই বিনামূল্যে পেট ভরে খাওয়ার ব্যবস্থা করা হয় এখানে। এই খাবার খাওয়ানোর মতো মহৎ কাজের জন্য কোনরকম অর্থ নেওয়া হয় না। এই জনহিতকর কাজের জন্যই খবরের শিরোনামে উঠে এসেছে হরিয়াণার এই চরখী দাদরী স্টেশনটি।

Advertisements