নিজস্ব প্রতিবেদন : রাজ্যের বহু যুবক যুবতীরা রয়েছেন যারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য বিভিন্ন জায়গায় চাকরির খোঁজে ছুটে বেড়াচ্ছেন। এই সকল চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা পুলিশে চাকরির স্বপ্ন দেখেন। এবার এমন স্বপ্ন দেখা যুবক-যুবতীরা যদি সংখ্যালঘু হয়ে থাকেন তাহলে তাদের সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং (WB Free Police Training) দেবে রাজ্য সরকার। যে ট্রেনিং ওই সকল যুবতীদের পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে।
বিনামূল্যে পুলিশ হওয়ার এমন ট্রেনিং দেওয়ার ব্যবস্থা শুরু করা হয়েছে রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম দপ্তরের তরফ থেকে। তাদের তরফ থেকে সংখ্যালঘু যুবক যুবতীদের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রাক নিয়োগ প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে।
রাজ্যের যে সকল সংখ্যালঘু যুবক যুবতীরা রয়েছেন তারা রাজ্য সরকারের এমন উদ্যোগের অংশ হতে চাইলে তাদের https://www.wbmdfc.org/ ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। ওই ওয়েবসাইটের হোমপেজেই দেওয়া হয়েছে আবেদন জানানোর লিংক। যেখানে ক্লিক করে সহজেই আবেদন জানাতে পারবেন সংখ্যালঘু যুবক-যুবতীরা যারা পুলিশ কনস্টেবলের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
এমন ট্রেনিংয়ের জন্য কোনরকম টাকা পয়সা নেওয়া হবে না। তবে যারা আবেদন জানাবেন তাদের বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি, শিখ সাম্প্রদায়ের হতে হবে। এছাড়াও ভর্তি হওয়ার ক্ষেত্রে যোগ্যতার বেশ কিছু মাপকাঠি রাখা হয়েছে। যেমন ভর্তির জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর, সরকারি স্কুল বা সরকার স্বীকৃত অথবা সমতুল্য যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ, ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে ১৬৭ সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে ১৬০ সেন্টিমিটার।
সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা এই ট্রেনিং নেওয়ার জন্য আগ্রহী থাকলে তারা ওই ওয়েবসাইটে আবেদন জানিয়ে নিজেদের নিকটবর্তী ট্রেনিং সেন্টার বেছে নিতে পারবেন। তিন মাসের জন্য এই ট্রেনিং দেওয়া হবে এবং সপ্তাহে দুই থেকে তিন দিন ট্রেনিং দেওয়া হতে পারে। যা আবেদন জানাতে চান তাদের হাতে ৪ আগস্ট পর্যন্ত সময় রয়েছে।