আরও ১২ মাস বিনামূল্যে রেশন রাজ্যে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : পঞ্চম দফা লকডাউন অর্থাৎ আনলক ওয়ান পর্যায়ের শেষদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ঘোষণা করেন দেশের দুঃস্থ দরিদ্র মানুষদের আগামী নভেম্বর মাস পর্যন্ত অর্থাৎ আরও ৫ মাস বিনামূল্যে রেশন দেওয়া হবে। আর এই বিনামূল্যে রেশন দেওয়ার ফলে উপকৃত হবেন দেশের ৮০ কোটি মানুষ। প্রধানমন্ত্রীর তরফ থেকে আরও জানানো হয় এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকার আরও ৯০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণার পরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বিনামূল্যে নিয়ে আরও একটি বড় ঘোষণা করেন।

মঙ্গলবার বিকালে নবান্নে সাংবাদিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “গরিবদের জন্য আগামী বছর জুন পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে আমাদের রাজ্যে। এর ফলে রাজ্যের ১০ কোটি মানুষ উপকৃত হবেন। রাজ্যের বাসিন্দারা ভালো চাল ও ভালো আটা পাবেন।” অর্থাৎ কেন্দ্র সরকারের ৫ মাস ফ্রি রেশন দেওয়ার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় আরও ১২ মাস বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করলেন।

জাতির উদ্দেশ্যে এদিন ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্পের কথা শোনা যায়। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, এক দেশ, এক রেশন কার্ডের বিষয়টা আমাকে আগে বুঝতে হবে। কেন্দ্র ঠিকই চাইছে তা না জেনে আমি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে পারব না।’ এরপরেই তিনি কেন্দ্র সরকারের চালের বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেন, “এফসিআই থেকে দেওয়া চালের মান আর আমাদের দেওয়া চালের মানের গুনগত মানে অনেক ফারাক রয়েছে। আমরা সরাসরি চাষিদের থেকে চাল কিনে নি। যে কারণে আমাদের চালের গুণগতমান অনেক ভালো।”